থানায় সবুজ পরিবেশ আন্দোলনের গাছ রোপন

মানিকগঞ্জ জেলায় পর্যায় ক্রমে ৩ লক্ষ ফলজ,বনজ ও ঔষদী গাছের চারা রূপন করবে সবুজ পরিবেশ আন্দোলন


আবু বক্কর জসিম, মানিকগঞ্জ থেকে

বিশ্ব পরিবেশ দিবস ২০২০ উদযাপন উপলক্ষে সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার পক্ষ থেকে সম্প্রতি সাটুরিয়া উপজেলা সাস্থ্য কমপ্লেক্স ও সাটুরিয়া থানা চত্তরে গাছের চারা রোপন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম, সাটুরিয়া উপজেলা কমপ্লেক্সের টিএস মামুন উর রসিদ,সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মতিউর রহমান মিয়া,ওসি তদন্ত হাবিবুর রহমান,সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সহ সভাপতি ও প্রেস ক্লাবের সাবেক সভাপতি অলক রায়,সহ সভাপতি মফিজুল ইসলাম পিন্টু,আউয়াল খান স্থানীয় ইউপি সদস্য আলম হোসেন সহ অনেকেই উপস্থিত ছিলেন।

এ সময় সাবেক ছাত্রনেতা ও  সংগঠনের সাধারন সম্পাদক রাজ্জাক হোসাইন রাজ বলেন, “ধরিত্রী কন্য ও চ্যাম্পিয়ন অব দ্যা আর্থ পুরুস্কারে ভূষিত দেশ রত্ন শেখ হাসিনার নেতৃত্বে এবং বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেনের নির্দেশে সবুজ পরিবেশ আন্দোলন মানিকগঞ্জ জেলায় আমরা পর্যায় ক্রমে ৩ লক্ষ ফলজ,বনজ ও ঔষদী গাছের চারা রূপন করবো।

কোভিড-১৯ এর তাণ্ডবে সারাবিশ্বের মানুষ যখন বিপর্যস্ত তখন প্রকৃতিতে ফিরেছে প্রাণ। গত চার মাস ধরে পৃথিবীর মানুষ এক প্রকার ঘরবন্দি। প্রকৃতির ওপর চালানোর অবিচার কমে আসায় প্রকৃতি যেন নিজেকে মেলে ধরেছে। ফিরেছে স্বমহিমায়। এই বাস্তবতা থেকে নতুন করে শিখতে শুরু করেছে মানুষ। তবে সেই শিক্ষা করোনার পরও থাকবে কিনা এখন সেটিই দেখার বিষয়। চলতি বছর বিশ্ব পরিবেশ দিবসের মূল প্রতিপাদ্য টাইম ফর নেচার। অর্থাৎ জীববৈচিত্র্য সংরক্ষণের এখনই সময়।