বিশেষ প্রতিবেদক
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পর আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নেতৃত্বে নতুন মন্ত্রিসভা গঠন করা হয়েছে। আগামীর স্মার্ট বাংলাদেশ গড়তে পুরোনো ও নতুনদের নিয়ে এই মন্ত্রিসভা গঠন করা হচ্ছে।
ইতিমধ্যে দ্বাদশ সংসদের মন্ত্রিসভার সদস্য হওয়ার জন্য নতুনদের মধ্যে শপথ নিতে ফোন পেয়েছেন- ফারুক খান, আবুল হাসান মাহমুদ আলী, আব্দুস শহীদ, র আ ম উবায়দুল মুক্তাদির, আব্দুর রহমান, নারায়ণ চন্দ্র চন্দ, আবদুছ সালাম, জিল্লুল হাকিম, সাবের হোসেন চৌধুরী, জাহাঙ্গীর কবির নানক, নাজমুল হাসান পাপন, ডা সামন্ত লাল সেন ও স্থপতি ইয়াফেস ওসমান, সিমিন হোসেন রিমি, মোহাম্মদ এ আরাফাত, মহিবুর রহমান, কুজেন্দ্র লাল ত্রিপুরা, বেগম রুমানা আলী, শফিকুর রহমান চৌধুরী, আহসানুল ইসলাম।