বিশেষ প্রতিবেদক
আওয়ামী লীগের হয়ে দ্বাদশ জাতীয় সংসদে দেশ ও জনগণের প্রতিনিধিত্ব করতে সংসদে যেতে চেয়েছিলেন দেশের ১০ জন সাংবাদিক।
দলীয় সূত্রে জানা গেছে,প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা সাংবাদিক নেতা, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি ও জাতীয় দৈনিক পত্রিকার সম্পাদক সহ মোট ১০ সাংবাদিক আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলে তা জমা দিয়েছিলেন।
আওয়ামী লীগের দলীয মনোনয়ন প্রত্যাশী এই সাংবাদিকরা হলেন- জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুর রহমান। তিনি মনোনয়ন তুলেছিলেন চাঁদপুর-৪ আসন থেকে। গত (একাদশ নির্বাচন) সংসদে তিনি এই আসনে নির্বাচিত এমপি ছিলেন। অন্যদিকে ফেনী-২ সদর আসন থেকে প্রধানমন্ত্রীর সাবেক তথ্য উপদেষ্টা’ ডিবিসি টেলিভিশনের চেয়ারম্যান ও ডেইলি অবজারভার পত্রিকার সম্পাদক ইকবাল সোবহান চৌধুরী।
কুমিল্লা-১০ আসন থেকে বাংলাদেশ প্রতিদিনের সম্পাদক নঈম নিজামও আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলে তা জমা দিয়েছিলেন।
দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী শিকদার গ্রুপের মালিকানাধীন ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট-এর জয়েন্ট এডিটর হিসাবে কর্মরত নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়- ১ আওয়ামী লীগের মনোনয়ন ফরম তুলে তা জমা দিয়েছিলেন।
এছাড়া কুষ্টিয়া-১ আসন থেকে দৈনিক আরশীনগর পত্রিকার সম্পাদক’ কুষ্টিয়ার সাংবাদিক নেতা’ প্রেসক্লাব (কেপিসি) ও সাংবাদিক ইউনিয়নের সভাপতি রাশেদুল ইসলাম বিপ্লব। তিনি বর্তমানে কুষ্টিয়া জেলা আওয়ামী লীগের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক পদে রয়েছেন। চট্টগ্রাম-৯ আসনে সাংবাদিক ইউনিয়নের সাবেক সহ-সভাপতি রিয়াজ হায়দার চৌধুরী।
ফরিদপুর-১ আসন থেকে জাতীয় দৈনিক ঢাকা টাইমস পত্রিকার সম্পাদক আরিফুর রহমান দোলন। তিনি কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি ও সমাজসেবামূলক প্রতিষ্ঠান কাঞ্চন মুন্সী ফাউন্ডেশনের চেয়ারম্যান। চুয়াডাঙ্গা-২ আসনে দৈনিক সকালের সময়ের সম্পাদক ও প্রকাশক নূর হাকিম। একই আসনে মনোনয়ন চেয়েছিলেন দৈনিক আমার সংবাদের সম্পাদক হাসেম রেজা। সাতক্ষীরা-২ আসনে দৈনিক ভোরের পাতা, দ্যা ডেইলি পিপলস্ টাইমের সম্পাদক ও প্রকাশক ড. কাজী এরতেজা হাসান।
এদিকে এই ১০ সাংবাদিকের মনোনয়ন উত্তোলনকে ঘিরে গণমাধ্যমকর্মী ও শুভাকাঙ্ক্ষীদের মাঝে ব্যাপক উৎসাহ উদ্দীপনা লক্ষ্য করা যাচ্ছিল।
কিন্তু সব সাংবাদিককে হতাশ করে আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে দেশের সবচেয়ে উত্তরের জেলা পঞ্চগড়-১ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পেলেন বিশিষ্ট সাংবাদিক নাঈমুজ্জামান মুক্তা।
আজ রোববার বিকেল ৪টার দিকে রাজধানীর বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলটির কেন্দ্রীয় কার্যালয়ে পঞ্চগড়-১ আসনে দলীয় প্রার্থী হিসাবে পঞ্চগড় জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নাঈমুজ্জামান মুক্তার নাম ঘোষণা করেন দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। পঞ্চগড়-১ আসনটি পঞ্চগড় সদর, আটোয়ারী ও তেঁতুলিয়া উপজেলা নিয়ে গঠিত। সক্রিয় রাজনীতির পাশাপাশি নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা দেশের শীর্ষ শিল্প গোষ্ঠী শিকদার গ্রুপের মালিকানাধীন ইংরেজি দৈনিক বাংলাদেশ পোস্ট-এর জয়েন্ট এডিটর হিসাবে কর্মরত আছেন। সাবেক মেধাবী ছাত্রনেতা নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের সিনিয়র কর্মকর্তা হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার খুবই স্নেহভাজন হিসাবে পরিচিত। দেশের প্রথম বেসরকারী ব্যাংক ন্যাশনাল ব্যাংকের স্বতন্ত্র পরিচালক হিসেবেও নাঈমুজ্জামান ভূঁইয়া মুক্তা তাঁর মেধার স্বাক্ষর রেখে যাচ্ছেন। মুক্তার পিতার নাম আব্দুল খালেক ভুঁইয়া এবং মাতার নাম নুরজাহান ভুঁইয়া। তাঁর শ্বশুর কাজী মাহবুব একজন বীর মুক্তিযোদ্বা এবং শাশুড়ী ফরিদা আকতার হীরা সংরক্ষিত মহিলা আসনের সাবেক সাংসদ হিসেবে সুনামের সঙ্গে কাজ করেছেন। নাঈমুজ্জামান মুক্তার স্ত্রী কাজী মৌসুমী বাংলাদেশ সেনা বাহিনীর একজন উর্ধতন কর্মকর্তা হিসেবে অবসর শেষে আওয়ামী লীগের রাজনীতিতে সক্রিয় আছেন। এছাড়া তিনি রাওয়া ক্লাবের নির্বাহী কমিটি সদস্য ছিলেন। রাজনীতির পাশাপাশি পঞ্চগড় জেলার আর্থ-সামাজিক উন্নয়নমূলক কাজেও দীর্ঘদিন ধরে নিজেকে ব্যস্ত রেখেছেন কাজী মৌসুমী।
পঞ্চগড় ১ আসনে জেলা আওয়ামীলীগের সহসভাপতি নাঈমুজ্জামান মুক্তাকে দলীয় মনোনয়ন দেওয়ার পরপরই জেলা আওয়ামীলীগের দলীয় কার্যালয় থেকে বিশাল আনন্দ মিছিল বের করে তার সমর্থক ও আওয়ামীলীগের নেতা কর্মীরা। এসময় মিষ্টি বিতরণ করে তারা। একই আনন্দ উৎসব হয়েছে তেঁতুলিয়া এবং আটোয়ারী উপজেলাতেও। সমাজিক যোগাযোগ মাধ্যমে নাঈমুজ্জামান মুক্তার নাম ঘোষণার খবর জানতে পারার সাথে সাথে জেলার তিন উপজেলায় এই আনন্দ মিছিল বের করা হয়। এসব মিছিলে নাঈমুজ্জামান মুক্তার বিপুল সংখ্যক সমর্থক ও আওয়ামীলীগ নেতা কর্মী উপস্থিত ছিলেন। মুক্তাকে স্বাগতম জানিয়ে নানা রকম স্লোগানে মুখরিত হয়ে উঠে এসব মিছিল। সদর উপজেলা যুবলীগের সভাপতি হাসনাত মোহাম্মদ হামিদুর রহমান জানান,পঞ্চগড় ১ আসনের মানুষের আজ খুশির দিন। মাননীয় নেত্রী শেখ হাসিনা একজন যোগ্য নেতাকে মনোনয়ন দিয়েছেন।
স্থানীয় সুত্রে জানা গেছে নাঈমুজ্জামান ভুঁইয়া মুক্তা ছাড়াও পঞ্চগড়-১ আসন থেকে আওয়ামী লীগের মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন বর্তমান সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি মাজহারুল হক প্রধান,জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার সাদাত সম্রাট, জেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবু তোয়েবুর রহমান, কেন্দ্রীয় কৃষক লীগের সহ সভাপতি ও জেলা আওয়ামী লীগের সদস্য আব্দুল লতিফ তারিন, জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মির্জা সারোয়ার হোসেন, পঞ্চগড় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আমিরুল ইসলাম, আটোয়ারী উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদ চেয়ারম্যান তৌহিদুল ইসলাম, তেঁতুলিয়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইয়াসিন আলী মন্ডল ও কেন্দ্রীয় যুব মহিলা লীগের সহ সভাপতি শারমিন জাহান মেরি। এছাড়া প্রভাস চন্দ্র রায় ও আহসান হাবিব নামে আরও দুজনের মনোনয়ন ফরম নিয়েছিলেন বলে জানা গেছে।