সৌদিতে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসী গ্রেপ্তার

Foreign workers gather outside Saudi immigration department as they try to get visas and legalise their work situation, on November 3, 2013 in Riyadh. Thousands of illegal foreigners, mostly unskilled workers from Asia, are rushing to leave Saudi Arabia before an amnesty expires today as they risk being fined or even jailed. Saudi Arabia, the world's largest oil exporter, is a goldmine for millions of people from Asia and elsewhere in the Arab world, who find work as common labourers, drivers, porters and house maids. Expatriates account for around nine million of the country's 27 million population. AFP PHOTO/FAYEZ NURELDINE (Photo credit should read FAYEZ NURELDINE/AFP/Getty Images)

অল ক্রাইমস টিভি ডেস্ক
আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে এক সপ্তাহে সাড়ে ১০ হাজারের বেশি অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে গত সপ্তাহে ওই অভিবাসীদের গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে।

সামাজিক যোগাযোগমাধ্যম টুইটারে দেওয়া এক পোস্টে সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলছে, দেশজুড়ে অভিযান চালিয়ে ১০ হাজার ৬০৬ জন অভিবাসীকে গ্রেপ্তার করা হয়েছে। গত ২১ এপ্রিল থেকে ২৮ এপ্রিল পর্যন্ত অভিযানে গ্রেপ্তার হয়েছেন তারা।

দেশটির এই মন্ত্রণালয় বলেছে, সৌদি আরবের একাধিক নিরাপত্তা সংস্থা গ্রেপ্তার অভিযান পরিচালনা করেছে।
আবাসন, শ্রম এবং নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে যাদের গ্রেপ্তার করা হয়েছে :

• বসবাসের অনুমতি সংক্রান্ত আইন লঙ্ঘনের অভিযোগে ৫ হাজার ৬২০ জন

• সীমান্ত নিরাপত্তা আইন লঙ্ঘনের দায়ে ৩ হাজার ৮২৫ জন

• শ্রম আইন লঙ্ঘন করায় এক হাজার ১৬১ জন

সৌদির স্বরাষ্ট্র মন্ত্রণালয় বলেছে, অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে দেশটিতে প্রবেশের চেষ্টার সময় আরও ১ হাজার ৮৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। আর সৌদি ছাড়ার চেষ্টাকালে ২৯ জনকে গ্রেপ্তার করা হয়।

মধ্যপ্রাচ্যের এই দেশটিতে অবৈধভাবে প্রবেশে সহায়তার চেষ্টাকারী ব্যক্তির ১৫ বছরের কারাদণ্ড এবং ১০ লাখ সৌদি রিয়াল জরিমানার বিধান রয়েছে।

বসবাসের অনুমতি, শ্রম ও সীমান্ত আইন লঙ্ঘনের দায়ে সৌদি আরবে বর্তমানে ২৩ হাজার ২০৬ জনের বিরুদ্ধে আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।

সূত্র: এরাবিয়ান বিজনেস