কৃষকের ধান কেটে দিলেন মানিকগঞ্জ জেলা ছাএলীগ সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল

কৃষকের ধান কেটে দিলেন মানিকগঞ্জ জেলা ছাএলীগ সভাপতি কাজী বুলবুল

আবুবকর সিদ্দিক জসিম, মানিকগঞ্জ থেকে : মানিকগঞ্জ জেলা ছাএলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল আজ শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় অসহায় কৃষকের ধান কেটে দেন। এই সময় তাঁর সাথে জেলা ছাএলীগের বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

মানিকগঞ্জ জেলা ছাএলীগের সভাপতি কাজী রাজু আহম্মেদ বুলবুল আজ জেলার শিবালয় উপজেলার বরংগাইল এলাকায় অসহায় কৃষকের ধান কেটে দেন।

অল ক্রাইমস টিভির সাথে আলাপকালে কাজী বুলবল বলেন, “ মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার নির্দেশে ও বাংলাদেশ ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্যের  দিকনির্দেশনায় এবং মানিকগঞ্জ-১ আসনের সাংসদ প্রিয় নেতা নাঈমুর রহমান দুর্জয়ের অনুপ্রেরণায় বরংগাইলের অসহায় কৃষক আলীমুদ্দিন ২০ শতাংশ জমির ধান কেটে দিয়েছি।”

শুধু ধান ক্ষেত থেকে কেটে দিয়েই দায়িত্ব শেষ করিনি,আমরা ধান মাড়াই করে কৃষকের বাড়িতেও দিয়ে এসেছি,তিনি আরো যোগ করেন।

জেলার বিভিন্ন উপজেলায় ছাএলীগের ধান কাটা কার্যক্রম চলমান রয়েছে বলেও জানিয়েছেন তিনি।