নিজস্ব প্রতিবেদক
সদ্য সমাপ্ত ২০১৯-২০ অর্থবছরে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) চার কর্মকর্তা-কর্মচারী শুদ্ধাচার পুরস্কার পাচ্ছেন। প্রধান কার্যালয়ের দুই জন এবং আঞ্চলিক কার্যালয়ের দুই জনসহ মোট চারজনকে এ পুরস্কারের জন্য মনোনীত করে মঙ্গলবার আদেশ জারি করেছে টিসিবি।
শুদ্ধাচার পুরস্কারের জন্য মনোনীত চার জন হচ্ছেন- প্রধান কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী মো. সোহাবুর রহমান, বরিশাল আঞ্চলিক কার্যালয়ের উপ-ঊর্ধ্বতন কার্যনির্বাহী মো. আনিছুর রহমান, প্রধান কার্যালয়ের সাঁটলিপিকার কাম-কম্পিউটার অপারেটর মো. জাহাঙ্গীর হোসেন এবং আঞ্চলিক কার্যালয়, ঢাকার জেটি সুপারভাইজার মো. সাইদুর রহমান।
‘শুদ্ধাচার পুরস্কার প্রদান নীতিমালা, ২০১৭’ অনুযায়ী পুরস্কার হিসেবে তারা একটি সনদ এবং এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ পাবেন।