আবু বকর সিদ্দিক জসিম,সাটুরিয়া থেকে
মানিকগঞ্জের সাটুরিয়া থানার সাটুরিয়া ইউনিয়নে বিট পুলিশিং কার্যক্রম উদ্ভোধন করা হয়েছে আজ বুধবার।
সাটুরিয়া থানার পুলিশের সেবা জনগণের একেবারে দোরগোড়ায় পৌঁছানো এবং পুলিশের কার্যক্রমকে আরো গতিশীল ও গণমুখী করার প্রত্যয় নিয়ে মানিকগঞ্জ জেলা পুলিশ সুপারের দিক-নির্দেশনায় সাটুরিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ মতিয়ার রহমান মিঞা বিট পুলিশিং কার্যক্রম উদ্ভোধন করেন।
ইন্সপেক্টর (তদন্ত) মোঃ হাবিবুর রহমান, সাটুরিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু সহ স্থানীয় জনপ্রতিনিধি, সাংবাদিক, সুশীল সমাজ, কমিউনিটি পুলিশিং সদস্য সহ স্থানীয় জনগনের উপস্থিতিতে সাটুরিয়া ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যক্রম উদ্ভোধন করা হয়।
বিট পুলিশিং কার্যক্রমের বিষয় সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মতিয়ার রহমান মিঞা জানান দেশে মাদক,জঙ্গীবাদ,নারী নিযার্তন, ইভটিজিং বাল্য বিবাহ, মুক্ত সমাজ গড়তে ও বিভিন্ন অন্যায় মূলক কাজ হতে জনগনকে বিরত রাখতে বিট পুলিশিং কার্যকম হাতে নেওয়া হয়েছে যাতে পুলিশিং সেবা মানূষের দোরগোড়ায় পৌঁছানো যায়।