মানিকগঞ্জ প্রতিনিধি
হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত রবিউল করিমের মৃত্যু বার্ষিকী উপলক্ষে তার প্রতিষ্ঠিত ব্লুমস বিশেষায়িত স্কুলের শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
এ উপলক্ষে বুধবার দুপুরে স্কুলের ছাত্র ছাত্রী ও তাদের অভিভাবকদের অংশগ্রহনের সামাজিক দুরত্ব বজায় রেখে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা।
এসময় উপস্থিত ছিলেন কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম,আটিগ্রাম ইউনিয়নের চেয়ারম্যান নূরে আলম সরকার, ব্লুমস সভাপতি জি.আর. শওকত আলী, সাধারণ সম্পাদক শামসুজ্জামান শামসসহ আরও অনেকে।
পরে ব্লুমস এর উপস্থিত সকল শিক্ষার্থীদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
উল্লেখ্য ২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় রবিউল করিম শহীদ হন।