চুয়াডাঙ্গায় করোনার উপসর্গ নিয়ে পরিবহন শ্রমিকনেতার মৃত্যু


নিজেস্ব প্রদিবেদক

চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার দর্শনা পৌর এলাকার হল্ট চাঁদপুরের বাসিন্দা পরিবহন শ্রমিকনেতা কাওসার আলী শাহ (৭০) করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন। আজ মঙ্গলবার দুপুরে নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে থাকাকালীন তাঁর মৃত্যু হয়।

মৃত কাওসার আলী শাহ চুয়াডাঙ্গা জেলা বাস ট্রাক সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাবেক সহসভাপতি। করোনার উপসর্গ নিয়ে তাঁর মৃত্যুর তথ্যের সত্যতা নিশ্চিত করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আবু হেনা মোহাম্মদ জামাল প্রথম আলোকে জানান, কাওসার আলী শাহ করোনার সব উপসর্গ নিয়ে গতকাল সোমবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আসেন। স্বাস্থ্য কমপ্লেক্সে নমুনা দেওয়ার পর নিজ বাড়িতে হোম কোয়ারেন্টিনে ছিলেন তিনি। সেখানেই আজ মঙ্গলবার দুপুরে তিনি মারা যান। রিপোর্ট এলে জানা যাবে, তিনি করোনায় আক্রান্ত ছিলেন কি না।

দামুড়হুদা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) দিলারা রহমান জানান, ইসলামিক ফাউন্ডেশনের তত্ত্বাবধানে করোনা প্রটোকল মেনে কাওসার আলীর দাফন সম্পন্ন হয়েছে। তাঁর পরিবারের সদস্য ও সংস্পর্শে আসা সবার নমুনা পরীক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে।