আবু বক্কর সিদ্দিকী জসিম,মানিকগঞ্জ থেকে
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বৃক্ষরোপণ করা হয়েছে।
মুজিব শতবর্ষে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার নির্দেশে বন ও পরিবেশ উপকমিটির পক্ষ হতে আজ মানিকগঞ্জের সিংগাইর উপজেলায় বৃক্ষরোপণ ও বর্ষব্যাপী কর্মসূচির উদ্বোধন করা হয়।
মানিকগঞ্জ জেলা ছাএলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম অল ক্রাইমস টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এসময় উপস্থিত থেকে বৃক্ষরোপণ করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম,বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন, আওয়ামী লীগের বন ও পরিবেশ উপ-কমিটির সদস্য মিজানুর রহমান রুবেল,বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
এর আগে বাংলাদেশ আওয়ামীলীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন সংগীতশিল্পী ও স্থানীয় সাংসদ মমতাজের বাড়ির আঙিনায় বৃক্ষ রোপন করেন।