নিজস্ব প্রতিবেদক
জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার সানন্দবাড়ীতে অচেনা শেফালী বেগম তাঁর শিশু সন্তান নিয়ে দীর্ঘ তিন মাস ধরে ঘুরে বেড়াচ্ছেন মানুষের দ্বারে দ্বারে এক বেলা খাবারের জন্য।
শেফালির বাড়ী মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার চর সাটুরিয়া গ্রামে বলে অল ক্রাইমস টিভিকে জানিয়েছে স্থানীয় মোবাইল ব্যবসায়ী আব্দুল কাদের। মহামারী করোনা ভাইরাসের শুরুতেই শেফালী সানন্দবাড়ীতে অবস্থান করেন।
গত তিন মাস আগে তিনি যখন আসেন,তখন তাঁর শিশু কন্যার শারীরিক অবস্থা খুব ভাল ছিল বলে স্থানীয়রা জানিয়েছে। বর্তমানে না খেয়ে অর্ধহারে তাঁর ও তাঁর শিশু শারীরিক দুর্বলতা দেখা দিয়েছে। মানুষের দোকানে দোকানে হাত পেতে তাঁর একমাত্র কন্যা সন্তান জান্নাতের খাবার যোগাচ্ছে শেফালী।
স্বাভাবিকভাবে চলতে না পারায় কখনো অনাহারে মা ও মেয়ে দিন কাটাচ্ছেন। শেফালী স্থানীয়দের বলেন, আমি তিন মাস আগে বাড়ি থেকে বের হয়ে কন্যা জান্নাতকে সাথে নিয়ে এই এলাকায় আসি। কিন্ত এখন জান্নাত ও আমার ভবিষ্যৎ অনিশ্চিত। আমার পরিবারের কাছে ফিরে যেতে চাই।
তাঁর স্বামীর নাম মোঃ তোতা মিয়া এবং সে রাজধানীর মিরপুর ১২ নম্বরে থাকেন বলে সে জানিয়েছেন ব্যবসায়ী আব্দুল কাদের।
তাঁর বাবার নাম মোঃ সাহেদ বাদশা বলে তাঁর দাবী।
মেয়েটি তাঁর এলাকার কোন ব্যাক্তির যদি পরিচিত হয় তাহলে নিচের ফোন নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করেছেন স্থানীরা।
যোগাযোগঃ -আলহাজ্ব আজিজুর রহমান
সহকারী শিক্ষক (অবঃ) সানন্দ বাড়ী উচ্চ বিদ্যালয়
ফোনঃ 01740800888
মোঃ ইস্কান্দার মির্জা(ব্যবসায়ী)
01742498112
মোঃ আব্দুল কাদের( মোবাইল ব্যবসায়ী)
01790252000