সিংগাইর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে সংগীতশিল্পী ও সাংসদ মমতাজ বেগম আজ তাঁর মানিকগঞ্জের নিজের বাড়ির আঙিনায় বৃক্ষ রোপন করেছেন।
মানিকগঞ্জ জেলা ছাএলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম অল ক্রাইমস টিভিকে বিষয়টি নিশ্চিত করেছেন।
এই সময় আরো উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা আওয়ামী যুবলীগের সিনিয়র সহ-সভাপতি আমজাদ হোসেন,যুগ্ম-সাধারণ সম্পাদক আলমগীর হোসাইন এবং মানিকগঞ্জ জেলা ছাএলীগের যুগ্ন সাধারণ সম্পাদক রাজিদুল ইসলাম।
মুজিববর্ষে প্রতিটি নেতাকর্মীকে আগামী ৩ মাসের (আষাঢ়, শ্রাবণ ও ভাদ্র) মধ্যে কমপক্ষে ৩টি (বনজ, ফলদ ও ভেষজ) বৃক্ষ রোপণের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী।
মুজিবর্ষের আহ্বান, ৩টি করে গাছ লাগান’ স্লোগানকে সামনে রেখে সম্প্রতি কৃষক লীগের বৃক্ষ রোপন কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ” শুধু গাছ লাগালেই হবে না। পরিচর্যা করতে হবে। গাছকে লালন-পালন করতে হবে। নিজের সন্তানকে যেভাবে যত্ন করি, সেভাবে গাছকেও যত্ন করতে হবে। তবেই ফল-ফুলে সমৃদ্ধি আসবে।”