আক্রান্ত ব্যাক্তি ছাড়পত্র পাওয়ার পর পুনরায় করোনায় আক্রান্ত!

করোনামুক্তির ডাক্তারী ছাড়পত্র পাওয়ার পরে আবারো করোনা আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়

আবু বকর সিদ্দিক, সাটুরিয়া থেকে

করোনামুক্তির ডাক্তারী ছাড়পত্র পাওয়ার পরে আবারো করোনা আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়াতে।

স্থানীয় সুত্রে জানা গেছে, উপজেলার সাটুরিয়া ইউনিয়নের ধূল্যা গ্রামের আঃ গফুরয়ের ছেলে মনির হোসেন (২৫) জুনের ৫ তারিখে করোনা ভাইরাসের আক্রান্ত হয়।

আক্রান্ত হওয়ার পর উপজেলা প্রশাসনের নির্দেশনায় সরকারী নিয়ম মেনে নিজ বাড়িতে চিকিৎসাধীন অবস্হায় ১৪ দিন থাকে। স্হানীয় জনপ্রতিনিধি ও এলাকাবাসীরা তাকে ও তার পরিবারকে লকডাউনের আওতায় রাখে। সে সময় সাটুরিয়া উপজেলা প্রশাসন অসুস্থ মনিরকে আর্থিক ও খাদ্য সামগ্রী দিয়েও সাহায্য করেন। তাঁরা প্রতিনিয়ত খোঁজ-খবর রাখে।

মনির অল ক্রাইমস টিভিকে জানায়, করোনা ভাইরাসের তেমন কোন উপসর্গ না থাকায় ১৪ দিন ঘরে থাকার পর জুনের ২০ তারিখে দ্বিতীয় বারের মত সাটুরিয়া উপজেলা হাসপাতালে করোনা ভাইরাসের পরীক্ষার নমুনা দিয়ে আসে। এর  আগের দিন এই রোগীকে করোনামুক্তির লিখিত ছাড়পত্র প্রদান করেন ডাক্তার। ছাড়পত্র হাতে পাওয়ার কয়েক দিন পর নিয়ম অনুযায়ী দ্বিতীয় বারের জন্য করোনা ভাইরাসের টেষ্টে পজিটিভ রিপোর্ট আসে মনিরের।

করোনামুক্তির ডাক্তারী ছাড়পত্র পাওয়ার পরে আবারো করোনা আক্রান্ত হওয়ার সংবাদ পাওয়া গেছে মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলায়

এ বিষয়ে সাটুরিয়ায় করোনা ভাইরাসের হট লাইন সেবায় কর্মরত এক কর্মকর্তা জানায়, মনির ১৪ দিন চিকিৎসাধীন অবস্থায় নিজ বাড়িতে থাকার পর নিজে সুস্থ মনে করায় সে এখনো করোনায় আক্রান্ত আছে কিনা তা জানার জন্য  দ্বিতীয় পরীক্ষার  জন্য নমুনা দিয়ে যায়। তাকে রিপোর্ট আসার আগ পর্যন্ত নিজ বাড়িতে থাকার পরামর্শ দেওয়া হয়েছিল। দ্বিতীয় বা্রও করোনা ভাইরাসের পজেটিভ রিপোর্ট এসেছে মনিরের ।বুধবার রাত ১১ টায় মুঠোফোনে হট লাইন থেকে জানিয়ে দেয়া হয় মনিরের দ্বিতীয় পরীক্ষার ফলাফল পজিটিভ এসেছে।

পুনরায় তাকে ১৪ দিনের জন্য নিজ বাড়িতে থাকার নিদের্শ দেওয়া হয়েছে। বর্তমানে করোনা ভাইরাস কিছুটা পরিবর্তন হয়ে শক্তিশালী রুপ নিয়েছে বলেও জানান তিনি ।

মনিরের বিষয়ে সাটুরিয়া উপজেলার সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মো : মামুন উর রশিদ জানান, কিছু রোগী ১৪ দিন পরে,কিছু রোগী ২৮ দিন পরেও করোনা ভাইরাস পজেটিভ হতে পারে। ১৪ দিন অথবা ২৮ দিন পর রোগীর কোন উপসর্গ না দেখা দিলে আক্রান্ত ব্যক্তির দ্বারা করোনা ভাইরাস ছড়ায় না। করোনার উপসর্গ না থাকলে ১৪ দিন পর কিছু রোগীকে আমরা ছাড়পত্র দিয়ে থাকি। সরকারি নিয়ম অনুযায়ী স্বাস্হ্য বিধি মেনে চলার দিকনির্দেশনা দেওয়া হয় তাদের।