নিজস্ব প্রতিবেদক
পুলিশের আইজিপি ড. বেনজীর আহমেদ মানবপাচারের সাথে যুক্ত অপরাধীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন।
লিবিয়ায় সম্প্রতি ২৬ বাংলাদেশির মর্মান্তিক হত্যাকান্ডের বিষয়ে আয়োজিত এক ভিডিও কনফারেন্সে আজ তিনি এই নির্দেশ দেন বলে জানিয়েছেন এআইজি( মিডিয়া) মীর সোহেল রানা।
বাংলাদেশের প্রত্যেক মানুষের জীবনের মূল্য অপরিসীম উল্লেখ করে আইজিপি আরো বলেন, দেশে বা দেশের বাইরে যে কোনো নাগরিকের এমন মৃত্যুকে সহ্য করা হবে না ।
বাংলাদেশ পুলিশের সংশ্লিষ্ট ইউনিটসমূহের কমান্ডারদেরকে এ সংক্রান্তে কঠোর ও দৃষ্টান্তমূলক আইনী ব্যবস্থা নেয়ার নির্দেশনা দিয়েছেন আইজিপি।
তাঁর নির্দেশনার আলোকে পুলিশের মাঠ পর্যায়ের সংশ্লিষ্ট ইউনিটসমূহ ব্যাপক তৎপরতা চালায় এবং মানবপাচারের সাথে যুক্ত ব্যক্তিদেরকে খুঁজে বের করে তাদের বিরুদ্ধে আইনী ব্যবস্থা নিতে থাকে। এরই ধারাবাহিকতায় এ পর্যন্ত মোট ২৬ টি মামলায় ৫২ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ পুলিশের সিআইডি, ডিএমপি ও র্যাবসহ অন্যান্য ইউনিট।