
চাঁদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও সবুজ পরিবেশ আন্দোলনের সভাপতি দেলোয়ার হোসেনের নির্দেশে মুজিববর্ষ উপলক্ষে আজ চাঁদপুরের মতলব দক্ষিন উপজেলায় আজ বৃক্ষরোপণ অভিযান শুরু হয়েছে।
সবুজ পরিবেশ আন্দোলনের চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহনের সার্বিক তত্ত্বাবধানে জেলার মতলব দক্ষিন উপজেলা থেকে এই বৃক্ষরোপণ অভিযান আজ আনুষ্ঠানিকভাবে শুরু হলো।
তিনি জানিয়েছেন পর্যায়ক্রমে চাঁদপুর জেলার প্রতিটি এলাকায় বৃক্ষরোপণ অভিযান পরিচালিত হবে।

চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহনের সার্বিক তত্ত্বাবধানে সারা জেলায় শুরু হচ্ছে বৃক্ষরোপণ ও বিতরণ
আজ রবিবার বৃক্ষরোপণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। মহামারী করোনা ভাইরাসের প্রতিকূল পরিস্থিতি বিবেচনা করে স্বল্প পরিসরে ও স্বাস্থ্যবিধি মেনে ৫০০ শত ফুল, ফল, ঔষধি ও কাঠ গাছ রোপন এবং স্থানীয় জনসাধারণের মধ্যে বিতরন করা হয় বলে জানা গেছে।
এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর জেলা পুলিশের মতলব দক্ষিন সার্কেলের সহকারী পুলিশ সুপার আহসান হাবিব, মতলব দক্ষিন উপজেলার মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসি বেগম রুনু, মতলব দক্ষিন থানার অফিসার ইনচার্জ স্বপন কুমার আইচ, উপজেলা আওয়ামী লীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক প্রকৌশলী ফারুক বিন জামান, প্রেস ক্লাবের সভাপতি রোকনুজ্জামান রোকন, সিনিয়র মৎস্য অফিসার ফারহানা আকতার রুমা, উপজেলা তথ্য অফিসার তাছলিমা খাতুন, ইউআসি ইন্সপেক্টর রাশেদা আতিক রোজী, উপ-সহকারী প্রকৌশলী কামরুল হাসান, সংগঠনের সভাপতি মাইনুদ্দিন আরিফ, জেলা ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রিয়াদুল আলম রিয়াদ প্রমুখ উপস্থিত ছিলেন। বক্তাগন সবুজ পরিবেশ আন্দোলনের এই উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন।

চাঁদপুর জেলা শাখার সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম মোহনের সার্বিক তত্ত্বাবধানে সারা জেলায় শুরু হচ্ছে বৃক্ষরোপণ ও বিতরণ