করোনা আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণের আহ্বান জানালেন ওসি মতিয়ার রহমান মিঞা

অন্য জেলা থেকে আসা লোকদের মাধ্যমে সাটুরিয়ায় করোনা ভাইরাসের বিস্তার হচ্ছে

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা করোনা আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন

আবু বকর সিদ্দিক জসিম,সাটুরিয়া থেকে

মানিকগঞ্জ জেলার সাটুরিয়া থানার ওসি মতিয়ার রহমান মিঞা করোনা আক্রান্ত ব্যক্তিদের প্রতি সহনশীল ও দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানিয়েছেন।

ক্লিন ইমেজের এই পুলিশ কর্মকর্তা করোনা আক্রান্ত ব্যক্তিদের   সব ধরনের মানসিক ও আর্থিক সহযোগিতায় এগিয়ে আসার অনুরোধও করেছেন সবাইকে।

বাংলাদেশের প্রথম অপরাধভিত্তিক অনলাইন টিভি ‘অল ক্রাইমস টিভি’র সাথে আজ টেলিফোনে আলাপকালে তিনি বলেন,“ অন্য জেলা থেকে আসা লোকদের মাধ্যমে সাটুরিয়ায় করোনা ভাইরাসের বিস্তার হচ্ছে। তাই এই বিষয়ে সাটুরিয়াবাসীদের আরো বেশি সচেতন হতে হবে।”

তাঁর মতে, রাজধানী ঢাকা, ঢাকা জেলার কেরানীগঞ্জ ও সাভার এবং নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকা হতে চাকরিজীবি কিছু লোকজন করোনা ভাইরাসের আক্রান্ত হয়ে সাটুরিয়া উপজেলায় প্রবেশ করছে। তাদের বিষয়ে এলাকাবাসীকে শারীরিক দূরত্ব বজায় রেখে ও সজাগ থাকতে হবে।

মানিকগঞ্জ জেলার খুবই জনপ্রিয় এবং জনবান্ধব পুলিশ সুপার  রিফাত রহমান শামীমের দিক নির্দেশনায় সাটুরিয়া থানা পুলিশ জীবনের ঝুঁকি নিয়েও করোনা ভাইরাসের বিস্তার রোধে রাতদিন কাজ করে যাচ্ছে উল্লেখ করে ওসি মতিয়ার রহমান বলেন,“ শুরু থেকেই আমরা মানিকগঞ্জ জেলার সুযোগ্য পুলিশ সুপার স্যারের পক্ষ থেকে আমরা সাটুরিয়া উপজেলায় মানবিক সাহায্য প্রদান করে আসছি। এটি এখনো অব্যাহত আছে।”

এর আগে সাটুরিয়া থানার অফিশিয়াল ফেসবুক একাউন্টে তিনি লিখেন,প্রিয় সাটুরিয়া উপজেলাবাসী,করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে সচেতনতার বিকল্প নেই। নিজে সুরক্ষিত থাকুন,পরিবারের অন্যান্য সদস্যের সুরক্ষা নিশ্চিত করুন। জরুরী প্রয়োজন ছাড়া ঘরের বাহিরে আসবেন না। বাহিরে বের হলে অবশ্যই মাস্ক ও চশমা ব্যবহার করুন। অন্যান্য স্বাস্থ্যবিধি মেনে চলুন।লোকসমাগম এড়িয়ে চলুন।

তিনি বলেন,গণপরিবহন এড়িয়ে চলুন। একান্তই যদি গণপরিবহন ব্যবহার করতে হয় যথাযথ স্বাস্থ্যবিধি মেনে চলুন। মসজিদে সামাজিক দূরত্ব বজায় রেখে যতজন জামাত আদায় করতে পারে ঠিক ততজনই জামাতে অংশগ্রহণ করুন। বাসা থেকে অজু করে আসুন। মসজিদে প্রবেশের পূর্বে অবশ্যই মাস্ক পরিধানসহ অন্যান্য স্বাস্থ্যবিধি নিশ্চিত করুন।

অল ক্রাইমস টিভি/এবি/এইসবিএম