বিতর্কিত সাংবাদিক নেতা মোর্শেদ শাহরিয়ারের বিরুদ্ধে অবশেষে মামলা রেকর্ড

মামলা রেকর্ড না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এই ছাত্রী নিজেই ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত কমিশনার,একজন যুগ্ন-কমিশনার এবং একজন ডেপুটি কমিশনারের সাথে ফোনে যোগাযোগ করে

বেসরকারী টেলিভিশন আরটিভির নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ারের বিরুদ্ধে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রী শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁও থানায় তিনটি আলাদা আলাদা আইনে মামলা দায়ের করেছে । পুলিশ সূত্রে জানা গেছে যে,বিতর্কিত সাংবাদিক মোর্শেদ শাহরিয়ারের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আইনের ৮(১), ও (২) এবং ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪(২),২৫(১) ও ২৯(১) ধারায় মামলাটি শুক্রবার সন্ধা ৭ টা ৩৫ মিনিটে রেকর্ড হয়। খিলগাঁও থানার মামলা নং ৩,তারিখ ০৫/০৬/২০২০ইং।

বিশেষ প্রতিবেদক
বেসরকারী টেলিভিশন আরটিভির নরসিংদী প্রতিনিধি ও নরসিংদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোঃ মোর্শেদ শাহরিয়ারের বিরুদ্ধে সাভারের গণ বিশ্ববিদ্যালয়ে সাবেক এক ছাত্রী শুক্রবার রাতে রাজধানীর খিলগাঁও থানায় তিনটি আলাদা আলাদা আইনে মামলা দায়ের করেছে ।
বেসরকারী বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এই ছাত্রী নিজেই অল ক্রাইমস টিভিকে এটি নিশ্চিত করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে যে,বিতর্কিত সাংবাদিক মোর্শেদ শাহরিয়ারের বিরুদ্ধে
নারী ও শিশু নির্যাতন দমন আইনের ১১ (গ), পর্নোগ্রাফি নিয়ন্ত্রণ আইন আইনের ৮(১), ও (২) এবং
ডিজিটাল নিরাপত্তা আইনের ২৪(২),২৫(১) ও ২৯(১) ধারায় মামলাটি শুক্রবার সন্ধা ৭ টা ৩৫ মিনিটে রেকর্ড হয়। খিলগাঁও থানার মামলা নং ৩,তারিখ ০৫/০৬/২০২০ইং।
এর আগে মোর্শেদ শাহরিয়ারের বিরুদ্ধে
গত মঙ্গলবার ( ২ রা জুন) খিলগাঁও থানায় লিখিত অভিযোগ দেন এই ছাত্রী। প্রাথমিক অনুসন্ধানের নামে খিলগাঁও থানা পুলিশ মামলা নিতে গড়িমসি করে বলে জানা গিয়েছিল। এক পর্যায়ে মামলা দায়ের করার জন্য জমা দেয়া আগের হাতে লেখা এজাহার পরিবর্তন করে বাদীর আবার স্বাক্ষী নেয়া হয় কম্পিউটার টাইপ করা নতুন এজাহারে। এরপরেও মামলা রেকর্ড না হওয়ায় বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এই ছাত্রী নিজেই ঢাকা মহানগর পুলিশের একজন অতিরিক্ত কমিশনার,একজন যুগ্ন-কমিশনার এবং একজন ডেপুটি কমিশনারের সাথে ফোনে যোগাযোগ করে ন্যায় বিচার পাওয়ার জন্য তাঁদের হস্তক্ষেপ কামনা করে বলে জানা গেছে।
পরে ডিএমপির এই সিনিয়র কর্মকর্তাদের তাৎক্ষনিক হস্তক্ষেপে খিলগাঁও থানা পুলিশ মামলা রেকর্ড করে শুক্রবার সন্ধায়।
এই বিষয়ে খিলগাঁও থানার ওসি মশিউর রহমানের সাথে বুধবার রাতে যোগাযোগ করা হয়েছিল অল ক্রাইমস টিভির পক্ষ থেকে।
তিনি বলেন,“ আগের লিখিত অভিযোগটি সংশোধন করা হয়েছে। মামলার বিষয়ে আজ (বৃহস্পতিবার) সিদ্বান্ত হবে।”
কিন্তু বৃহস্পতিবার শেষে শুক্রবার দিন পেরিয়ে গেলেও মামলা খিলগাঁও থানায় রেকর্ড না হওয়ায় নির্যাতিতা তরুনী ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের দ্বারস্থ হয়েছিল বলে জানা গেছে।
খিলগাঁও থানার ওসি মশিউর রহমানও মামলার গ্রহনের সত্যতা নিশ্চিত করে শুক্রবার রাতে সাংবাদিকদের বলেন, আসামিকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
মোঃ মোর্শেদ শাহরিয়ার আরটিভির পাশাপাশি দৈনিক মানবজমিন পত্রিকার নরসিংদী প্রতিনিধি হিসাবেও কাজ করে।
অভিযোগের ব্যাপারে মোর্শেদ শাহরিয়ার বুধবার বলেছিলেন, অভিযোগকারী তার সাবেক স্ত্রী। যদিও ফাঁদে পড়েই তাঁকে বিয়ে করেছিলো বলে দাবী করেছে।
তিনি আরো দাবী করেছে যে, গণ বিশ্ববিদ্যালয়ের এই সাবেক ছাত্রী দ্বারা তিনিই উল্টো ব্ল্যাকমেইলিংইয়ের শিকার হয়েছে বারবার।
তিনি বলেন, “ এর আগেও নরসিংদীতে মেয়েটির আরেকটি বিয়ে হয়েছিল। সে এখন গণ বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করেও না।”

আরেক প্রশ্নের উত্তরে মোর্শেদ শাহরিয়ার বলেন,“ আমি মেয়েটিকে তালাক দিয়েছি।”
যদিও অল ক্রাইমস তাঁর দাবির বিষয়ে আপাতত কোন সত্যতা খুঁজে পায়নি। তাঁকেও তাঁর দাবির স্বপক্ষে প্রমাণ হাজির করতে বলা হলে,সেটাও তিনি দিতে পারেনি শুক্রবার গভীর রাত পর্যন্ত।
সাংবাদিক নেতা মোর্শেদ শাহরিয়ার তাঁর বিরুদ্ধে একাধিক বিয়ের অভিযোগ স্বীকার করে বলেন, তাতে অসুবিধা কি,যদি তাঁর স্ত্রীদের ভরণ পোষণের ক্ষমতা থাকে। ইসলামেও তো চারটি বিয়ের কথা আছে।

তাঁর বর্তমানে দুইটি স্ত্রী এবং চারটি সন্তান আছে বলে তিনি নিজেই স্বীকার করেছে।