যুদ্ধাপরাধী সাঈদীর মুক্তি চাওয়া সেই অধ্যক্ষ বরখাস্ত


নিজস্ব প্রতিবেদক
দায়ে আজীবন সাজাপ্রাপ্ত দেলাওয়ার হোসাইন সাঈদীর মুক্তি চেয়ে ফেসবুকে পোস্ট দেওয়ার অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলার আসামি মাদরাসার অধ্যক্ষ নুরুল কবিরকে পদ থেকে বরখাস্ত করা হয়েছে। গতকাল সোমবার মাদরাসা পরিচালনা কমিটির সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। চট্টগ্রামের সীতাকুণ্ডে এই মাদরাসা কমিটির সভাপতি পৌরসভার মেয়র মুক্তিযোদ্ধা বদিউল আলম বিষয়টি সাংবাদিকদের নিশ্চিত করেছেন।

গত ১ মে পৌর সদরের যুবাইদিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ মাওলানা নুরুল কবির যুদ্ধাপরাধের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি সাঈদীর মুক্তি দাবি করে ফেসবুকে পোস্ট দেন। এ ঘটনায় ৪ মে ডিজিটাল নিরাপত্তা আইনে তাঁর বিরুদ্ধে মামলা করা হয়।

আসামি নূরুল কবির সীতাকুণ্ড যুবাইদিয়া মহিলা মাদরাসার অধ্যক্ষ। তার গ্রামের বাড়ি উপজেলার ২নং বারৈয়াঢালা সাবদিনগর এলাকার হলেও দীর্ঘদিন উনি সীতাকুণ্ড পৌরসদর সোবহানবাগ এলাকায় নিজেই বাড়ি করে বসবাস করে আসছিলেন। ২০১৩-১৪ সালেও তিনি নাশকতায় সক্রিয় ভুমিকা পালন করায় মামলা পরবর্তী একাধিকবার গ্রেফতার হয়েছিলেন। তিনি সাঈদী মুক্তি আন্দোলন নেতা ও উপজেলা জামায়াতের ত্রাণ বিষয়ক সম্পাদক ছিলেন।