নিজস্ব প্রতিবেদক,ঢাকা
আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে অস্বাস্থ্যকর পরিবেশে ও রং মিশ্রিত সেমাই উৎপাদন নিয়ন্ত্রণে দিনভর অভিযান চালিয়েছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
মঙ্গলবার (১২ মে) সকাল সাড়ে ১১টা থেকে সন্ধ্যা পর্যন্ত অভিযান পরিচালনা করেন র্যাব-৪-এর এসপি নরেশ চন্দ্র। আর ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন র্যাব-৪-এর নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান।
অভিযান শেষে র্যাব জানিয়েছে, নির্মাণকাজে ও কাপড়ে ব্যবহৃত রং মিশিয়ে সেমাই তৈরি করা হচ্ছে। এ অপরাধে সাভারের শাহানা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সেই সঙ্গে প্রতিষ্ঠানটির ১০ লাখ টাকার সেমাইও ধ্বংস করা হয়েছে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আনিসুর রহমান বলেন, ওই কারখানার পরিবেশ অত্যন্ত অস্বাস্থ্যকর ও নোংরা। ওই পরিবেশে স্বাস্থ্যগত কোনো ধরনের ব্যবস্থা না নিয়ে সেমাই তৈরি করা হচ্ছে। সেমাই তৈরিতে ব্যবহার করা হচ্ছে ইন্ড্রাস্ট্রিয়াল রং, যা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর।
এসব কারণে শাহানা ফুড প্রোডাক্টসকে ৩ লাখ টাকা জরিমানা ও ১০ লাখ টাকা মূল্যের সেমাই ধ্বংস করা হয়েছে বলে জানান র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট।