নতুন ভাইরাসে এবার আমেরিকান শিশুরা আক্রান্ত


উত্তর আমেরিকা প্রতিনিধি
নিউইয়র্ক নগরের কুইন্স বরোর রিচমন্ড হিলে বাস করেন হার্দোয়ার পরিবারটি। গত এপ্রিল মাসে যখন নিউইয়র্ক নগরের হাসপাতালগুলোয় করোনায় আক্রান্ত রোগীদের উপচে পড়া ভিড়। নিউইয়র্কের মানুষের এক প্রার্থনা। নিজের বা পরিবারের কারও শরীর যেন এ সময়ে এমন খারাপ না হয় যে হাসপাতালে যেতে হবে। আঙুল ক্রস করে একই কামনা করছেন নাগরিকেরা।

আট বছরের জেইডেনের হার্ট অ্যাটাকের লক্ষণ দেখে পরিবার বসে থাকতে পারে না। দ্রুত হাসপাতালে নেওয়া হয় তাকে।

জেইডেনের বাবা পালস চেক করেন, তার পালস নেই। জেইডেনের বড় ভাই বয়েজ স্কাউট ট্রেনিং করেছিলেন। অ্যাম্বুলেন্স আসার আগে ভাইয়ের ওপর যত দূর সম্ভব প্রাথমিক চিকিৎসা চালান তিনি।

হাসপাতালে পরীক্ষার পর চিকিৎসকেরা জানান, জেইডেন পেডিয়াট্রিক মাল্টি-সিম্পটম ইনফ্লেমেটরি সিনড্রোম (পিএমএসআইএস) রোগে আক্রান্ত। নতুন এই রোগ খুবই বিরল। রোগটি কোভিড-১৯–সম্পর্কিত বলে গবেষকেরা সম্প্রতি আশঙ্কা প্রকাশ করেছেন। বলছেন, এটি করোনাভাইরাসের ভিন্ন ভার্সন। এতে আক্রান্ত হয়ে নিউইয়র্কে ইতিমধ্যে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। ৮৫ শিশু আক্রান্ত হয়ে হাসপাতালে।

অঙ্গরাজ্যের গভর্নর বিষয়টি নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। শিশুদের মধ্যে সংক্রমিত ভয়াবহ এই নতুন ভাইরাসটি নিয়ে বিশেষ তদন্তের নির্দেশ দিয়েছেন গভর্নর কুমো।

জেইডেন অবশ্য দীর্ঘ নিবিড় পর্যবেক্ষণের পর সেরে উঠেছে। ১১ মে সোমবার তাকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে।