অনুমোদনের আগে করোনা পরীক্ষার সাময়িক সনদ চায় গণস্বাস্থ্যকেন্দ্র


নিজস্ব প্রতিবেদক
করোনা পরীক্ষায় কিটের সরকারি অনুমোদনের আগ পর্যন্ত সাময়িক পরীক্ষার অনুমতিপত্র দেয়ার দাবি জানিয়েছে গণস্বাস্থ্যকেন্দ্র।
সোমবার বিকেলে ধানমন্ডির গণস্বাস্থ্য কেন্দ্রে আয়োজিত সংবাদ সম্মেলনে এ দাবি জানান কেন্দ্রের ট্রাস্টি
ডা. জাফরুল্লাহ বলেন, গত মার্চ মাস থেকে এ কিট কার্যকরের প্রক্রিয়া শুরু করেছে গণস্বাস্থ্য কেন্দ্র। শেষ পর্যন্ত ফাইলটি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের দপ্তরে আমলাতান্ত্রিক জটিলতায় আটকে আছে। ফলে এখনও পরীক্ষার জন্য জমাই দেয়া যায়নি গণস্বাস্থ্যের কিট।
তবে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ডা. কনক কান্তি বড়ুয়া বলেন, কিট পরীক্ষার কাজটি কমিটির মাধ্যমে করা হচ্ছে। কেউ অসহযোগিতা করছে না বলে দাবি তার।