
অলক্রাইমস টিভি আন্তর্জাতিক ডেস্ক: করোনাভাইরাস সংক্রমণ থেকে সুস্থ হওয়ার পরও পুরুষের বীর্যে এর অস্ত্বিত্ব পাওয়া গেছে বলে দাবি করেছেন চীনের একদল গবেষক। বৃহস্পতিবার (৭ মে) চিকিৎসা বিষয়ক জার্নাল জামা নেটওয়ার্ক ওপেন- এ গবেষণাটি প্রকাশিত হয়েছে। খবর সিএনএন, গার্ডিয়ান।
চীনের শাংকুই মিউনিসিপ্যাল হসপিটালে ৩৮ জন পুরুষ রোগীকে পরীক্ষা করে এ ফল পাওয়া যায় বলে জানিয়েছে ওই গবেষণা দল। উল্লেখ্য, গত বছরের ডিসেম্বর থেকে চীন থেকে ভাইরাসটির সংক্রমণ শুরু হয়। এ বছরের জানুয়ারি ও ফেব্রুয়ারিতে তারা আক্রান্ত হয়েছিলেন।
তবে ৩৮ জনের সবার বীর্যেই করোনাভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়নি। গবেষণাটি বলছে, পুরোপুরি সুস্থ হয়ে ওঠার প্রায় ১৬ শতাংশের বীর্যে ভাইরাসটির উপস্থিতির প্রমাণ পাওয়া যায়।
গবেষকরা জানান, যাদের বীর্যে নভেল করোনাভাইরাসের উপস্থিত শনাক্ত হয়েছে তাদের প্রায় এক চতুর্থাংশই সংক্রমণের গুরুতর পর্যায়ে ছিলেন এবং ৯ শতাংশ ছিলেন সুস্থ হওয়ার পর্যায়ে। তবে যৌন মিলনে ভাইরাসটি ছড়াতে পারে এমন চূড়ান্ত সিদ্ধান্তে আসেনি গবেষণা দলটি। যৌন মিলনে ভাইরাসটি ছড়াতে পারে কি না জানতে আরও বেশি গবেষণার প্রয়োজন বলে মত দেন গবেষকরা।
জার্নালটিতে প্রকাশিত গবেষণাপত্রে বলা হয়, ভাইরাসটির বিস্তার, টিকে থাকা ও বীর্যে এর উপস্থিতির পরিমাণ সম্পর্কে বিস্তারিত তথ্য জানতে আরও বেশি গবেষণা প্রয়োজন। যদি এটা প্রমাণিত হয়, নতুন এ ভাইরাসটি যৌন মিলনে সংক্রমিত হয়, তবে ভাইরাসটি প্রতিরোধের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ তথ্য হতে পারে তা। বিশেষত, যেসব রোগী সুস্থ হয়ে ওঠেছেন তাদের বীর্যে ভাইরাসটির উপস্থিতির বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনায় নেওয়ার মত।
উল্লেখ্য, বীর্যে নতুন এ ভাইরাসটি থাকে কি না এর উপর এর আগে আরেকটি ছোট গবেষণা হয়েছিলো চিনে। ঐ গবেষণায় ১২ জন কোভিড-১৯ রোগীকে পরীক্ষা করা হয়। তবে তাদের কারো বীর্যে নভেল করোনাভাইরাসের উপস্থিতি শনাক্ত হয়নি।
যুক্তরাজ্যের শেফিল্ড ইউনিভার্সিটির অ্যান্ড্রোলজির অধ্যাপক অ্যালান পাসেই গবেষণাটি সম্পর্কে বলেন, বীর্যে করোনাভাইরাস পরীক্ষায় কিছু প্রযুক্তিগত জটিলতা রয়েছে। ভাইরাসটির উপস্থিতি প্রমাণ করলেও এগুলো সক্রিয় না নিষ্ক্রিয় তা জানা যায়নি। ভাইরাসটি যদি কিছু পুরুষের বীর্যে পাওয়া যায় তবে আমরা আশ্চর্য হব না। কারণ ইবোলা, জিকার মত কিছু ভাইরাস পুরুষের বীর্যেও শনাক্ত হয়ে থাকে।