বিশেষ প্রতিবেদক
মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ এবার সাংবাদিকের বিরুদ্বে রাজধানীর পল্লবী থানায় সাধারণ ডায়েরি করেছেন ।
মিরপুরের দুই স্থানীয় দুই সাংবাদিকের বিরুদ্বে ‘ব্ল্যাকমেইলিংয়ের’ অভিযোগ করেছেন।
গত ২৪ শে সেপ্টেম্বর পল্লবী থানায় দায়ের করা জিডিতে অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ আশংকা করেছিলেন স্থানীর এক সাংবাদিক তাঁর প্রতিষ্ঠানের পদত্যাগকারী চতুর্থ শ্রেণীর কর্মচারী সাগরিকা মনিকে দিয়ে তাঁর নামে মিথ্যা অভিযোগ দিয়ে তাঁর সম্মানহানির চেষ্টা করবে।
উক্ত সাংবাদিক মিরপুর বাংলা স্কুল এন্ড কলেজের কলেজ শাখার শিফট কো-অর্ডিনেটের কাছেও ফোন দিয়ে তাঁকে মিথ্যা মামলায় জড়ানোর হুমকি দেয় বলে অভিযোগ করেছেন অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ ।
জিডিতে অভিযোগ করা হয়েছে যে, ইতিপুর্বেও উক্ত সাংবাদিক তাঁর প্রতিষ্ঠানের মৃত কর্মচারী লিটনের স্ত্রী সীমাকে দিয়ে তাঁকে ব্ল্যাকমেইলিংয়ের উদ্দেশ্যে তাঁর নিকট হতে সাদা কাগজে স্বাক্ষর নিয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশের বিরুদ্ধে ডিএমপি কমিশনা,আইজিপি এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে দরখাস্ত করেছিলেন।
পরে তদন্ত সাপেক্ষ সেগুলো মিথ্যা প্রমাণিত হয় বলে জিডিতে দাবী করা হয়েছে।
জিডিতে উল্লেখ করা হয়েছে, ইতিপূর্বে সীমা গত ২১/ ১১/২২ তারিখে উক্ত সাংবাদিকের বিরুদ্ধে পল্লবী থানায় জিডি করে এই বিষয়ে। জিডি নং ১৬৮৬।
বর্তমানেও সে চতুর্থ শ্রেণীর কর্মচারী সাগরিকা মনিকে দিয়ে তাঁকে ফাসানোর চেষ্টা করছে এবং হুমকি-ধুমকি দিচ্ছে বলেও অভিযোগ করেছেন অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশ।
আরেক জন স্থানীয় সাংবাদিকও উক্ত সাগরিকা মনিকে দিয়ে অধ্যক্ষ মোস্তফা কামাল খোশনবীশের সম্মানহানির হুমকি দেয় বলে অভিযোগ করা হয়েছে।