নিজস্ব প্রতিবেদক
কন্নড় সিনেমার নায়ক যশের পরবর্তী সিনেমা ‘টক্সিক’। মুক্তির আগেই বিতর্কে জড়িয়েছে সিনেমাটি। বিনা অনুমতিতে শতাধিক গাছ কেটে সিনেমাটির শুটিং সেট নির্মাণের অভিযোগ তুলেছেন কর্ণাটকের পরিবেশমন্ত্রী ঈশ্বর খান্দ্রে। অভিযোগ করে তিনি বলেন, সেখান থেকে গাছ কাটতে দেখেছেন, তার অনেক সাক্ষীও আছে। এ বিষয়ে বিবিএমপি-কে রিপোর্ট জমা দিতে বলেছি। তদন্ত করে এ বিষয়ে উপযুক্ত পদক্ষেপ গ্রহণ করবো।