নিজস্ব প্রতিবেদক
সেনাবাহিনী প্রধান জেনারেল আজিজ আহমেদের ফেসবুকসহ কোন সোশ্যাল মিডিয়ায় আইডি নেই বলে আজ জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর)।
তাঁর নামে ভুয়া আইডি খোলা হয়েছে- এমন তথ্যের ভিত্তিতে রবিবার (২৫ অক্টোবর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এটি জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, সম্প্রতি ফেসবুকসহ বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় সেনা প্রধানের নাম এবং ছবি ব্যবহার করে সেনাবাহিনী প্রধানের নামে ভুয়া আইডি ব্যবহার করে বিভিন্ন প্রকার স্ট্যাটাস প্রদান ও তথ্য উপস্থাপন করা হচ্ছে। এ সকল ভুয়া আইডি থেকে প্রকাশিত সকল তথ্যাবলী মিথ্যা হিসেবে গণ্য করতে সকলকে অনুরোধ করা হলো।