মানিকগঞ্জ প্রতিনিধি
মানিকগঞ্জে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে বৃক্ষরোপণ করেছে সোসাইটি অফ ডক্টর্স অ্যান্ড স্টুডেন্টস অফ মানিকগঞ্জ (এসডিএসএম)।
মঙ্গলবার (২০ অক্টোবর) মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল ও কর্নেল মালেক মেডিকেল কলেজ ক্যাম্পাসে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।
উক্ত কর্মসূচিতে উপস্থিত ছিলেন কর্নেল মালেক মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. আক্তারুজ্জামান, মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালের তত্ত্বাবধায়ক আরশাদ উল্লাহ, বিএমএ মানিকগঞ্জ শাখার সাধারন সম্পাদক ডা. রাজীব বিশ্বাস, সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. লুতফর রহমান, সোসাইটির অন্যতম উপদেষ্টা মেডিসিন বিশেষজ্ঞ ডা. মানবেন্দ্র সরকার, সদর হাসপাতালের জুনিয়র কনসালটেন্ট ডা. আশরাফুল কবির,মেডিকেল অফিসার ডা. আশিক এলাহী, ডা. সৌরভ হাসান প্রমুখ।
কর্মসূচি শেষে জেলা বিএমএর সাধারন সম্পাদক ডা. রাজিব বিশ্বাস এসডিএসএম কর্তৃক আয়োজিত বৃক্ষরোপণ কর্মসূচি আয়োজনের সাথে জড়িত সকলকে ধন্যবাদ জানান এবং সকলকে আরও বেশি করে নিজ নিজ এলাকাতে বৃক্ষরোপণের আহ্বান জানান।
সংগঠনের সাধারন সম্পাদক ডা. কাজী আব্দুল্লাহ বলেন, মুজিব শতবর্ষ উপলক্ষে আমাদের বৃক্ষরোপণ কর্মসূচি চলমান থাকবে।
অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন, এসডিএসএম এর যুগ্ম সাধারন সম্পাদক অভিজিত সরকার, কুদরত ই খোদা স্বপন, সংগাঠনিক সম্পাদক ওলী আহমেদ, সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক সুনীতি দাস, দেবলীণা বিশ্বাস, আতিকা আরশী, গালিব মাহমুদ, আতিকুর, মৃন্ময় মানবসহ আরও অনেকে।