হাটহাজারী মাদ্রাসা মাঠে আল্লামা শফীর জানাজা ও দাফন


নিজস্ব প্রতিবেদক; অল ক্রাইমস ডট টিভি:

হেফাজতে ইসলামের আমির আল্লামা শাহ আহমেদ শফীর নামাজে জানাজা আগামীকাল শনিবার (১৯ সেপ্টেম্বর) বেলা ২টায় হাটহাজারী মাদরাসা মাঠে অনুষ্ঠিত হবে। জানাজায় ইমামতি করবেন তার ছেলে আনাস মাদানী।

আজ শুক্রবার সন্ধ্যায় পুরান ঢাকার গেন্ডারিয়ায় আজগর আলী হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন আল্লামা শফী। তার মরদেহ হাসপাতাল থেকে ঢাকার ফরিদাবাদ মাদরাসায় গোছল-কাফনের জন্য নেয়া হয়েছে। রাতে হাটহাজারী মাদরাসায় মরদেহ নেয়া হবে বলে জানা গেছে।

শনিবার ফজরের নামাজের পর থেকে জোহর পর্যন্ত হাটহাজারী মাদরাসার কনযুদ্দাকায়েক শ্রেণীকক্ষে শেষবারের মতো দেখার জন্য মরদেহ রাখা হবে।

জানাজা শেষে মাদরাসা ক্যাম্পাসে বায়তুল আতিক জামে মসজিদের সামনের কবরস্থানে তাকে দাফন করা হবে।