যাত্রীবাহী বাসে তরুণীকে গণধর্ষণ


কুমিল্লা প্রতিনিধি; অল ক্রাইমস ডট টিভি:
কুমিল্লায় নগরীর পদুয়ার বাজার এলাকায় বাসের দরজা-জানালা বন্ধ করে এক তরুণীকে ধর্ষণ করেছে চালক, হেলপার এবং সুপারভাইজার।
গত মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটলেও বিষয়টি জানাজানি হয়  বৃহস্পতিবার রাতে।
বাসের চালক আরিফ হোসেন সোহেল ও হেলপার বাবু শেখকে গ্রেফতার করা হলেও, পলাতক রয়েছে সুপারভাইজার আলম । গ্রেফতার হওয়া দু’জনের ৭ দিনের রিমান্ডের আবেদন জানিয়ে জেলহাজতে পাঠানো হয়েছে।
এদিকে, কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ওই তরুণীকে চিকিৎসা ও ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে। আদালতে জবানবন্দি নিয়ে তাকে তার মায়ের হেফাজতে দেয়া হয়েছে।
তরুণীর পরিবার সূত্র ও মামলার বিবরণে জানা যায়, তরুণী ১১ সেপ্টেম্বর ঢাকার আবদুল্লাহপুরে তার চাচাতো বোনের বাসায় যায়। সোমবার (১৪ সেপ্টেম্বর) সে বাড়ির উদ্দেশে বোনের বাসা থেকে রওনা হয়। সেখান থেকে ঢাকার সায়েদাবাদ বাস টার্মিনালে পৌঁছে। রাত সাড়ে ১১টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনাল থেকে ‘তিশা প্লাস’ পরিবহনের একটি বাসে কুমিল্লা শহরের শাসনগাছার উদ্দেশে রওনা হয়। বাসটি শাসনগাছা বাস স্টেশনে পৌঁছলে তরুণী চালক, হেলপার ও সুপারভাইজারকে নামিয়ে দিতে অনুরোধ জানায়।