এমপি দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত


স্টাফ করেসপন্ডেন্ট; ঠাকুরগাঁও-২ আসনের সংসদ সদস্য দবিরুল ইসলাম করোনায় আক্রান্ত হয়েছেন।

রবিবার (২৩ আগস্ট) রাতে ঠাকুরগাঁওয়ের সিভিল সার্জন ডা. মাহফুজুর রহমান সরকার এ তথ্য নিশ্চিত করেছেন।

সিভিল সার্জন জানান, করোনা উপসর্গ দেখা দিলে গত ২১ অগাস্ট সাংসদ দবিরুল ইসলামের নমুনা সংগ্রহ করা হয়। নমুনা পরীক্ষার জন্য দিনাজপুর এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে পাঠানো হয়। রবিবার সন্ধ্যায় দিনাজপুর থেকে প্রাপ্ত ফলাফলে তার নমুনায় করোনা শনাক্ত হয়।

সিভিল সার্জন আরো জানান, করোনা শনাক্তের পর সংসদ সদস্য বাড়িতে অবস্থান করছেন। সেখানে আইসোলেশনে রেখে চিকিৎসা দেওয়া হচ্ছে। তার বাড়ির অন্য সদস্যরা সুস্থ রয়েছেন। কারও কোনো উপসর্গ নেই বলেও জানান তিনি।