অনলাইন ডেস্ক
করোনা যুদ্ধে জয়ি হয়ে বাড়িতে ফিরেছেন ঐশরিয়া, আরাধ্যা। কালই করোনা ভাইরাস পরীক্ষার রিপোর্ট নেগেটিভ আসার পর নানাবতী হাসপাতাল থেকে ছাড়া মিললো তাদের। উপসর্গহীন করোনা নিয়ে বেশ কয়েকদিন হাসপাতালে ভর্তি ছিলেন তারা।
করোনা মুক্ত হয়ে রাই এবং আরাধ্যা বাড়িতে ফেরার পর নিজেকে আর ধরে রাখতে পারেননি অমিতাভ বচ্চন। ছেলের বউ এবং নাতনি বাড়ি ফেরার পর আনন্দে কেঁদেই ফেললেন বিগ বি।
ঐশরিয়া এবং আরাধ্যার রিপোর্ট নেগেটিভ আসার পর, তাঁদের যখন হাসপাতাল থেকে ছাড়া হয়, সেই সময় ট্যুইট করেন অমিতাভ। টুইটে তিনি জানান, বউমা এবং নাতনি করোনা ভাইরাসের ছোবল থেকে মুক্ত হয়ে বাড়ি ফিরেছেন। ঈশ্বরের কৃপা অপরিসীম।
এদিকে ঐশরিয়া এবং আরাধ্যা করোনা মুক্ত হয়ে বাড়তে ফিরলেও অমিতাভ এবং অভিষেক বচ্চন এখনও পর্যন্ত হাসপাতালে রয়েছেন। তাঁদের অবস্থা স্থিতিশীল হলেও, হাসপাতাল থেকে কবে ছাড়া পাবেন, তা এখনও জানা যায়নি।