রাজধানীতে ‘অজ্ঞান পার্টির’ ৮ সদস্য গ্রেপ্তার


নিজস্ব প্রতিবেদক

রাজধানীর লালবাগ থেকে ‘অজ্ঞান পার্টির’ আট সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে লালবাগ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাকৃতরা হলেন- রানা শিকদার (২৪), জুম্মাত (২৪), সোহেল রানা (৩৫), বিল্লাল (৩০), আলী হোসেন (৪২), সোহেল (২৬), জহুরুল (২৪) ও হেলাল (২৭)।

লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসুউদ এ তথ্য নিশ্চিত করেছেন।

লালবাগ বিভাগের গোয়েন্দা পুলিশের উপ-কমিশনার রাজীব আল মাসুউদ জানান, রানা সিকদারের নেতৃত্বে ‘অজ্ঞান পার্টির’ আট সদস্যের একটি গ্রুপ ধোলাইখাল এলাকার পশুর হাটে বেপারি ও ক্রেতাদের অচেতন করে টাকা-পয়সা হাতিয়ে নেয়ার উদ্দেশ্যে লালবাগ এলাকায় সমাবেত হয়েছিল। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

তিনি আরও জানান, এসময় তাদের কাছে ১০০টি চেতনানাশক বড়ি, চারটি স্প্রে বোতল, চারটি মলমের কৌটা ও মরিচের গুঁড়া জব্দ করা হয়। তাদের বিরুদ্ধে লালবাগ থানায় মামলা হয়েছে।