চাঁদপুর প্রতিনিধি
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে অনুপ্রাণিত হয়ে সবুজ পরিবেশ আন্দোলনের চাঁদপুর জেলা শাখার নেতা-কর্মীরা মতলব পৌরসভার বিভিন্ন স্থানে বৃক্ষ রোপন করেছেন আজ।
মতলব পৌরসভার বাইপাস সড়কের দুই পাশে, ওয়াপদা, মসজিদ ও স্কুলে বৃক্ষ রোপন করেন তারা।
এই সময় বনজ, ফলজ ও ঔষধি তিন শতাধিক গাছের চাড়া রোপন ও বিতরন করা হয়।
মতলব দক্ষিন উপজেলা ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন এবং মতলব পৌর সবুজ পরিবেশ আন্দোলনের সাধারন সম্পাদক কাউছার দেওয়ানের আয়োজনে আজকের বৃক্ষ রোপন অভিযান পরিচালিত হয়।
বৃক্ষ রোপন অভিযানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সবুজ পরিবেশ আন্দোলনের চাঁদপুর জেলার সাধারন সম্পাদক সাইফুল ইসলাম মোহন।
সাইফুল ইসলাম মোহন বলেন, পরিবেশগত সুরক্ষা ও জীববৈচিত্র রক্ষায় আমাদের সকলকে বৃক্ষরোপণের মাধ্যমে এগিয়ে আসতে হবে। বিশুদ্ধ অক্সিজেন পেতে হলে সবুজ বনায়ন ও বৃক্ষরোপনের বিকল্প কিছুই নেই।
আসুন আমরা সবাই নিজ নিজ অবস্থান থেকে রোপন করি ও বনজ সম্পদ বৃদ্ধিতে সহায়ক ভূমিকা পালন করি,তিনি আরো যোগ করেন।
স্থানীয় ছাত্রলীগ নেতা সারোয়ার সরকার লিখন বলেন, নির্বিচারে প্রকৃতি ধ্বংসের ফলে মানুষ নিজেরাই নিজেদের বিপদ ডেকে আনছে। মানুষকে প্রকৃতিপ্রেমী হতে হবে, সকলের উচিত বেশি বেশি গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষা করা।