সাটুরিয়া উপজেলা প্রতিনিধি
স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের প্রয়াত পিতা বিশিষ্ট শিল্পপতি, সাবেক মন্ত্রী ও অবিভক্ত ঢাকা সিটি করপোরেশনের মেয়র মরহুম কর্নেল ( অবঃ) এম এ মালেকের ২০তম মৃত্যুবার্ষিকী ভিন্নভাবে উদযাপন করলো পরিবেশবাদী জনপ্রিয় সংগঠন সবুজ পরিবেশ আন্দোলন।
এই উপলক্ষ্যে সবুজ পরিবেশ আন্দোলনের মানিকগঞ্জ জেলা শাখার সাধারন সম্পাদক রাজ্জাক হোসাইন রাজের নির্দেশে সাটুরিয়া উপজেলার সবুজ পরিবেশ আন্দোলনের নেতা-কর্মীরা দিঘুলিয়া ইউনিয়ন পরিষদ চত্বরে গাছের চারা রোপন করে।
সীমিত আলোচনা সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিঘিলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত প্যানেল চেয়ারম্যান বাবুল হোসেন,দিঘুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মমতাজ উদ্দীন মাষ্টার ও সাটুরিয়া উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি রেজাউল করিম রেজা।
আলোচনা সভায় মানিকগঞ্জের আজীবন মাণিক হিসাবে বিবেচিত মরহুম কর্নেল এম এ মালেকের স্মৃতিচারন করেন বক্তারা। শ্রদ্ধা জ্ঞাপন শেষে তাঁর স্মরনে গাছের চারা রোপন করা হয়।
এই সময় আরো উপস্থিত ছিলেন সবুজ পরিবেশ আন্দোলনের নবঘোষিত সাটুরিয়া উপজেলা শাখার আহবায়ক আমিনুল ইসলাম সেলিম, যুগ্ন-আহবায়ক হাবিবুর রহমান হাবিব,মোহাম্মদ সুমন আহম্মেদ ,মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সহ সম্পাদক কাউছার হোসেন প্রমুখ।
সাবেক সেনা কর্মকর্তা কর্নেল এম এ মালেক ঢাকা সিটি করপোরেশনের মেয়র এবং বস্ত্রমন্ত্রী ছিলেন। পরে তিনি আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য হিসেবেও দায়িত্ব পালন করেন।