স্বাস্থ্য পরীক্ষা শেষে ডিবিতে সাহেদ


নিজস্ব প্রতিবেদক;

নানা অভিযোগে গ্রেফতার হওয়া রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান মোহাম্মদ সাহেদকে ঢাকা মেডিকেল থেকে স্বাস্থ্য পরীক্ষার শেষে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ কার্যালয়ে নেয়া হয়েছে।

স্বাস্থ্য পরীক্ষার জন্য বুধবার (১৫ জুলাই) বিকেল ৫টা ১৫ মিনিটে রিজেন্ট হাসপাতালের চেয়ারম্যান সাহেদকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয় আইনশৃঙ্খলা বাহিনী।

এর আগে, সকালে সাতক্ষীরার দেবহাটা উপজেলার শাখরা কোমরপুর বেইলি ব্রিজের পাশে নর্দমার মধ্যে থেকে বোরকা পরা অবস্থায় সাহেদকে গ্রেফতার করে র‌্যাব। এ সময় তার কাছ থেকে একটি অবৈধ অস্ত্র উদ্ধার করা হয়। তারপর তাকে হেলিকপ্টার যোগে আনা হয়েছে ঢাকায়। র‍্যাব সদর দফতরে জিজ্ঞাসাবাদ শেষে তাকে নিয়ে উত্তরায় তার একটি কার্যালয়ে অভিযান চালায় র‍্যাব। সেখান থেকে ১ লাখ ৪৬ হাজার টাকার সমপরিমাণ জাল টাকা উদ্ধার করা হয়।

তারপর পুনরায় র‍্যাব সদর দফতর ঘুরে তাকে স্বাস্থ্য পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। তার বিরুদ্ধে করা প্রতারণা মামলা ডিবিতে হস্তান্তর করায় তাকে সেখানে নেয়া হলো।