আবু বকর সিদ্দিক, মানিকগঞ্জ থেকে
প্রধানমন্ত্রী শেখ হাসিনা কর্তৃক ঘোষিত জাতীয় বৃক্ষরোপণ কর্মসূচি-২০২০ বাস্তবায়নের লক্ষ্যে সোমবার বিকেলে মানিকগঞ্জের দৌলতপুর উপজেলা পরিষদ ও দৌলতপুর থানা প্রাঙ্গণে গাছের চারা রোপণ ও ত্রাণ বিতরণ করেন বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সভাপতি বাবু নির্মল রন্জন গুহ ।
দৌলতপুর উপজেলা পরিষদ চত্তরে অনুষ্ঠানটির আয়োজন করেন বাংলাদেশ আওয়ামী সেচ্ছাসেবক লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক ও দৌলতপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহান্মদ নূরল ইসলাম রাজা।
অনুষ্ঠানে অন্যানের মাঝে দৌলতপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রেজাউল,সেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় নেতা ও মানিকগঞ্জ জেলা সবুজ পরিবেশ আন্দোলনের সাধারণ সম্পাদক মো: রাজ্জাক হোসাইন রাজ, মানিকগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সাধারন সম্পাদক মো: এনামুল হক রুবেল, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মো: রফিকুল ইসলাম চৌধুরী রানা, মানিকগঞ্জ সদর যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক মন্জুরুল রহমান কল্লোল, দৌলতপুর আওয়ামী লীগের ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক এ্যাড, মো: বদর উদ্দিন, মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের সভাপতি আসাদুজ্জামান অমিত, জেলা ছাএলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদুর রহমান পারভেজ সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গসংগঠনের নের্তাকর্মীরা সে সময় উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি বাবু নির্মল রন্জন গুহ দলীয় নেতা কর্মীদের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিদের্শ অনুযায়ী সবাইকে কম পক্ষে তিনটি করে ফলজ বনজ গাছ রোপণ করতে বলেন। অনুষ্ঠানে শেষে হতদরিদ্রের মাঝে খাদ্য সামগ্রী বিতরন করেন তিনি।