সাটুরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ

সাটুরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো : আশরাফুল আলম

আবুবকর  সিদ্দিক,সাটুরিয়া থেকে 

মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় মঙ্গলবার দুপুরে বন্যায় কবলিত ৩ টি ইউনিয়নের মোট ১২০ জন বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় ।

বন্যায় পানিতে নদী ভাঙ্গনের শিকার উপজেলার দিঘুলিয়া ইউনিয়নের জালসুকা গ্রামে ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো, সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো : আশরাফুল আলম।

এসময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. শফিউল আলম জুয়েল, বরাইদ ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ, দিঘুলিয়া ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো. বাবুল হোসেন, তিল্লি ইউনিয়নের চেয়ারম্যান মো. মুরছালিন বাবু, সাটুরিয়া উপজেলা যুবলীগের সভাপতি মো. রেজাউল করিম, সাটুরিয়া উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শাহরিয়া মাহমুদ রঞ্জু সহ স্হানীয় এলাকাবাসী।

তিল্লি, বরাইদ ও দিঘুলিয়া ৩ টি ইউনিয়নের মোট ১২০ জন পরিবারের মাঝে ৪০ কেজি চাল, ২ কেজি চিনি, ২ কেজি ডাল, ২ কেজি চিনি চিড়া, ২ কেজি চিনি মুড়ি, ২ কেজি চিনি তৈল বিতরণ করা হয়। অনুষ্ঠান শেষে এ্যাড,আব্দুল মজিদ ফটো নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।  বন্যায় কবলিত দূর্যোগ মোকাবেলায় সকলকে একসাথে কাজ করার আহ্বান জানান। ভবিষ্যতে বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে এান বিতরণ কার্যকম অব্যাহত থাকবে বলে ও জানায়।

সাটুরিয়ায় বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেন সাটুরিয়া উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুল মজিদ ফটো ও সাটুরিয়া উপজেলা নির্বাহী অফিসার মো : আশরাফুল আলম । পরে তারা নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন করেন।