ডাঃ সাবরিনা চৌধুরীকে ডিবি হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু


নিজস্ব প্রতিবেদক; অল ক্রাইমস টিভি:

ভুয়া করোনা টেস্ট রিপোর্ট তৈরির অভিযোগে গ্রেফতার হওয়া ডাঃ সাবরিনা চৌধুরীকে ঢাকা মহানগর গোয়েন্দা কার্যালয়ে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এর আগে সোমবার রাতে মামলাটি তেজগাও থানা থেকে তদন্তের জন্য ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) বিভাগে স্থানান্তর করা হয়েছে।

মঙ্গলবার সকালে এ ব্যাপারে তেজগাঁও থানার ওসি সালাহউদ্দিন মিয়া বলেন, আমরা মামলার ডকেট ও আসামীকে গোয়েন্দা কার্যালয়ে পাঠিয়ে দিয়েছি। এই মামলায় ৩ দিনের রিমান্ডে পাওয়া আসামী ডাঃ সাবরিনা চৌধুরীকে ডিবি জিজ্ঞাসাবাদ করছে।