ডিআইজি শেখ নাজমুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত

ডিআইজি শেখ নাজমুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত

হাবিবুল্লাহ মিজান,উপদেষ্টা সম্পাদক, অল ক্রাইমস টিভি
মানবিক পুলিশ অফিসার হিসাবে দেশে-বিদেশে ব্যাপক জনপ্রিয় বাংলাদেশ পুলিশের উপ-মহাপরিদর্শক (ডিআইজি) শেখ নাজমুল আলম করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
বাংলাদেশ পুলিশের একটি বিশ্বস্ত সূত্র অল ক্রাইমস টিভিকে একটু আগে এটি নিশ্চিত করেছে।
যদিও এই বিষয়ে ডিআইজি শেখ নাজমুল আলম কোন মন্তব্য করতে অনাগ্রহ প্রকাশ করেছেন। তিনি শুধু দেশবাসীর কাছে তাঁর এব্বং তাঁর পরিবারের জন্য দোয়া চেয়েছেন।
তিনি কয়েকদিন ধরে করোনার উপসর্গ নিয়ে রাজধানীর মিরপুরের বাসায় হোম কোয়ারেন্টাইনে ছিলেন। সম্প্রতি তিনি করোনা পরীক্ষার জন্য নমুনা প্রদান করেন রাজারবাগে কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে। আজ সোমবার তাঁর পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।
(ডিআইজি) শেখ নাজমুল আলমের পরিবারের একাধিক ঘনিষ্ঠ সূত্র অল ক্রাইমস টিভিকে জানিয়েছেন যে, আগামীকাল মঙ্গলবার তাঁর স্ত্রী ছন্দা পারভীন, দুই পুত্র– শেখ ফারহান রাফিদ অয়ন এবং শেখ ফারহান তানজিম অর্ক করোনা পরীক্ষার জন্য নমুনা জমা দিবেন।
নড়াইলের কাশিপুর ইউনিয়নের গন্ডব গ্রামের ঐতিহ্যবাহী শেখ পরিবারের সন্তান সিআইডি পুলিশের ডিআইজি শেখ নাজমুল আলম বর্তমানে সিআইডি পুলিশের ডিআইজি হিসাবে কর্মরত।

ডিআইজি শেখ নাজমুল আলমের দ্রুত রোগমুক্তি কামনায় মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাছট বৈলতলা মোকদমপাড়া হাফিজিয়া মাদরাসা ও এতিমখানার নির্মাণাধীন শান্তিভবনে এক বিশেষ প্রার্থনা সভার আয়োজন করা হচ্ছে আগামী শুক্রবার। মাদ্রাসার মোহতামীম হাফেজ ক্বারী আব্দুর রহমান এই প্রতিবেদককে জানিয়েছেন।

তিনি এডিসি ট্রাফিক মতিঝিল, ডিসি ট্রাফিক উত্তর, এসপি নেত্রকোনা, এসপি নারায়ণগঞ্জ, ডিসি মতিঝিল, ডিসি এস্টেট, ডিসি ডিবি, জয়েন্ট কমিশনার( ক্রাইম) হিসাবে সুনামের সাথে কাজ করে এখন ডিআইজি হিসাবে সিআইডিতে কর্মরত।
সর্বশেষ ২০১৮ সালে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের (উত্তর) উপ-কমিশনারের দায়িত্বে থাকা অবস্থায় শেখ নাজমুল আলম বাংলাদেশ পুলিশের সর্বোচ্চ রাষ্ট্রীয় পদক বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) পদক পেয়েছেন। এর আগেও তিনি বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) ও রাষ্ট্রপতি পুলিশ পদক (পিপিএম) পদক পেয়েছিলেন।
ভালো কাজ ও ত্যাগের স্বীকৃতি স্বরূপ এ পুলিশ কর্মকর্তা মোট তিনবার বিপিএম এবং দুইবার পিপিএম পদক পেয়েছেন। প্রতিবারই পুলিশ সপ্তাহ উপলক্ষে রাজারবাগ পুলিশ লাইনসে প্রধানমন্ত্রী শেখ হাসিনা শেখ নাজমুল আলমকে পদক পড়িয়ে দিয়েছিলেন।
২০১৮ সালে অতিরিক্ত উপমহাপরিদর্শক (এডিশনাল ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছিলেন এই পুলিশ কর্মকর্তা।

২০১৯ সালে ২৪ শে অক্টোবর তিনি উপ-মহাপরিদর্শক (ডিআইজি) হিসেবে পদোন্নতি পেয়েছিলেন।
উল্লেখ্য,১৯৯৮ সালে ১৭তম বিসিএসে পুলিশ ক্যাডারে সুপারিশপ্রাপ্ত হয়ে কর্মজীবন শুরু করেন শেখ নাজমুল আলম। ২০১৩ সালের ১২ ফেব্রুয়ারি ডিএমপিতে যোগদান করে একই বছরের ১ জুন ডিবিতে দায়িত্ব পান। তার আগে নারায়ণগঞ্জ ও নেত্রকোনায় জেলা পুলিশ সুপার (এসপি) ও প্রধানমন্ত্রীর কার্যালয়ের স্পেশাল সিকিউরিটি ফোর্সেও (এসএসএফ) দায়িত্ব পালন করেছেন।
এ ছাড়াও কর্মজীবনের বিভিন্ন সময় তিনি ভোলা, পঞ্চগড়, সারদা পুলিশ একাডেমি ও মুন্সীগঞ্জ জেলায় চাকরি করেছেন।