ডেস্ক রিপোর্ট;
কোরবানির ঈদ উপলক্ষে রাজধানীসহ সারাদেশে নায্যমূল্যে নিত্যপণ্য বিক্রি শুরু করেছে সরকারের বিপনন সংস্থা ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)। চাহিদার কথা বিবেচনা করে সয়াবিন তেল, চিনি ও মসুর ডাল বিক্রি করা হচ্ছে।
টিসিবি জানিয়েছে, একজন ক্রেতা একসঙ্গে ৮০ টাকা দরে ৫ লিটার সয়াবিন তেল, ৫০ টাকা দরে ২ কেজি চিনি ও ৫০ টাকা দরে ১ কেজি মসুর ডাল কিনতে পারবেন। আগামি ২৮ জুলাই পর্যন্ত প্রতিদিন সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত বিক্রি কার্যক্রম চলবে। তবে সপ্তাহে শুক্র ও শনিবার বন্ধ থাকবে।
রাজধানীতে ৪০টি, চট্ট্রগ্রাম মহানগরীতে ১০টি, রংপুরে ৭টি, ময়মনসিংহে ৭টি, বগুড়ায় ৫টি, কুমিল্লায় ৫টি, রাজশাহীতে ৫টি, খুলনায় ৫টি, সিলেটে ৫টি, মাদারিপুরে ৩টি ও ঝিনাইদহে ৩টিসহ মোটি ১০০টি ট্রাকে করে এসব পণ্য বিক্রি করা হবে। এছাড়া ৫২টি জেলার প্রত্যেকটিতে ২টি করে ট্রাকে এবং টিসিবির প্রতিটি কার্যালয়ের অধীনে ৫টি করে মোট ৬০টি ট্রাকে এসব পণ্য বিক্রি করা হবে।
প্রথম পর্যায়ে ডিলার প্রতি ৬০০ থেকে ৭৫০ কেজি চিনি, ১৫০ থেকে ২০০ কেজি মসুর ডাল ও ১ হাজার থেকে ১ হাজার ২’শ লিটার সয়াবিন তেল বরাদ্দ দেয়া হয়েছে।