নিজস্ব প্রতিবেদক;
রাজধানীর কাকরাইলে ওষুধ বিপণিবিতান লাজফার্মায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন জব্দ করেছেন র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩) এর ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে ৩টায় এ অভিযান চালানো হয়। এখনও অভিযানটি চলমান রয়েছে।
র্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু বলেন, লাগেজ পার্টির মাধ্যমে অননুমোদিত ও আমদানি নিষিদ্ধ ওষুধ-ইনজেকশন দেশে নিয়ে আসে লাজফার্মা।
তিনি বলেন, কাকরাইলের লাজফার্মায় বিপুল পরিমাণ অননুমোদিত ওষুধ ও ইনজেকশন মজুদ থাকতে দেখা গেছে। এসব ওষুধের রাজস্ব পরিশোধ অথবা বৈধ কোনো কাগজ প্রতিষ্ঠানটি এখনও দেখাতে পারেনি। অধিকাংশ ওষুধই লাগেজ পার্টির মাধ্যমে আমদানি করেছে প্রতিষ্ঠানটি। এতে সরকার বিপুল পরিমাণ রাজস্ব হারিয়েছে বলে প্রাথমিকভাবে আমরা মনে করছি।