রাজধানীর শাহবাগে অস্ত্র-গুলিসহ গ্রেফতার ১


নিজস্ব প্রতিবেদক;

রাজধানীর শাহবাগ থানা এলাকা থেকে একটি বিদেশি পিস্তল, এক রাউন্ড গুলি ও একটি ম্যাগজিনসহ মো. জসিম (৪০) নামে এক জনকে গ্রেফতার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)।

অস্ত্রবিরোধী অভিযানের ধারাবাহিকতায় র‌্যাব-৩ এর মগবাজার ক্যাম্পের (সিপিসি-২) একটি দল শনিবার (১১ জুলাই) রাতে শাহবাগ থানাধীন পরীবাগ এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

র‌্যাব-৩ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল রকিবুল হাসান জানান, গ্রেফতার জসিম কুখ্যাত অস্ত্রধারী সন্ত্রাসী ও ডাকাত দলের সক্রিয় সদস্য। তার হেফাজত থেকে উদ্ধারকৃত অস্ত্র ও গুলির বৈধ কাগজপত্রের বিষয়ে জিজ্ঞাসাবাদে তিনি কোনো লাইসেন্স বা বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেননি।

এমনকি কোথা থেকে অস্ত্র ও গুলি সংগ্রহ করেছেন তারও কোনো সন্তোষজনক জবাব দিতে পারেননি। তার বিরুদ্ধে মাদক ও ডাকাতির দুটি মামলা রয়েছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।