বাংলাদেশে ভারতের নতুন হাইকমিশনার বিক্রম দোরাইস্বামী


ডেস্ক রিপোর্ট; অল ক্রাইমস ডট টিভি: বাংলাদেশে ভারতের হাইকমিশনার পদে পরিবর্তন হচ্ছে। নতুন হাইকমিশনার হিসেবে আসছেন দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব বিক্রম দোরাইস্বামী। বর্তমান হাইকমিশনার রিভা গাঙ্গুলী দাশ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সচিব (পূর্ব) পদে পদোন্নতি পেয়ে নয়াদিল্লী ফিরে যাচ্ছেন।

গতকাল শনিবার (১১জুলাই) কূটনৈতিক সূত্রে এ খবর জানা যায়। রিভা গাঙ্গুলী দাশ দেড় বছর আগে বাংলাদেশে ভারতের হাইকমিশনার হিসেবে যোগ দেন।

বিক্রম দোরাইস্বামী ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের যুগ্ম সচিব (বাংলাদেশ ও মিয়ানমার) হিসেবে ইতিপূর্বে দায়িত্ব পালন করেছেন।