নিজস্ব প্রতিবেদক
মানিকগঞ্জ জেলার প্রাচীনতম স্বেচ্ছাসেবী সংগঠন বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সাথে সম্প্রতি ঢাকা জেলার ধামরাই উপজেলার সুন্দর কাঁঠালিয়া শান্তি সংঘের একটি প্রীতি ফুটবল খেলা নির্ধারিত ছিল।
কিন্তু এক সেট জার্সির অভাবে বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির সদস্যরা সেই খেলায় অংশগ্রহণ করতে পারেনি।
এলাকার বিভিন্ন মানুষের কাছে জার্সি উপহার চেয়েও না পেয়ে খুব হতাশ হয়ে পড়েছিল মাদক এবং জঙ্গী বিরোধী আন্দোলনের সক্রিয় এই কিশোররা।
এই কথা শুনে অবশেষে এগিয়ে আসলেন মানিকগঞ্জ জেলার সাটুরিয়া ইউনিয়ন পরিষদের সব চেয়ে জনপ্রিয় চেয়ারম্যান মোঃ আনোয়ার হোসেন পিন্টু।
তিনি সাথে সাথে বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির যুগ্ন-সম্পাদক আমিনুল ইসলামকে ডেকে ক্লাবের জন্য জার্সি উপহার দেয়ার কথা জানিয়েছিলেন।
দেরি না করে সেদিনই স্থানীয় যুব লীগ নেতা শফিকুল ইসলাম শফি এবং ছাত্রলীগ নেতা দেলোয়ার হোসেনকে সাভার পাঠিয়েছিলেন উন্নতমানের জার্সি কেনার জন্য।
এই বিষয়ে আমিনুল ইসলাম অল ক্রাইমস টিভিকে জানান, আজ রবিবার ক্লাবের খেলোয়াড়দের চেয়ারম্যান তাঁর বাসভবনে আপ্যায়ন করেন এবং সবার হাতে জার্সি তুলে দেন।
জার্সি নেওয়ার সময় খেলোয়াড়দের মধ্যে মো:ফরিদ হোসাইন, মো:দেলোয়ার হোসেন,মো: মিলন হোসেন, মো: সোহাগ মাহমুদ,মো: মোফাজ্জল হোসেন বিদ্যুৎ,মো: আতিক হাসান, মো: গোলাম রাব্বি, মো: ইমরান নাজিল সোহাগ, মো: সোহেল রানা, মো: জহিরুল ইসলাম, মো: সাদিকুল ইসলাম জুলহাস, মো: জাহিদুল ইসলাম, মো: মুজাহিদ হোসেন ও মো: রবিউল ইসলাম উপস্থিত ছিলেন।
এই সময় তিনি বলেন,শুধু এক সেট জার্সির অভাবে আমাদের প্রিয় সন্তানরা খেলাধুলা করতে পারে নাই শুনে আমার খুব খারাপ লেগেছিল।তাই সরকারী তহবিলের অপেক্ষা না করে আমি আমার ব্যাক্তিগত তহবিল থেকে পাঁচ হাজার টাকা দিয়েছিলাম জার্সি কেনার জন্য।
সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন পিন্টু আরো বলেন,আজ কিশোরদের মুখে হাসি দেখে খুব ভালো লেগেছে।
তিনি সবাইকে পড়াশোনার এবং সামাজিক কাজে আরো বেশি সক্রিয় হবার আহবান জানান।
এছাড়া তিনি বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির জন্য একটি স্থায়ী অফিস দ্রুত করে দেয়ার আশ্বাস প্রদান করেন।
এছাড়া এই বছর মানিকগঞ্জের সাটুরিয়ার ঐতিহ্যবাহী সংগঠন এই বাছট বৈলতলা পল্লী মঙ্গল সমিতির ৬৩তম প্রতিষ্ঠা বার্ষিকীতে মাদক ও জঙ্গি বিরোধী এক আলোচনা সভা ও জাঁকজমক সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করেছিল।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এডিশন্যাল ডিআইজি ও র্যাব -৪ অধিনায়ক মো. মোজাম্মেল হক, বিপিএম( বার) পিপিএম। প্রধান অতিথিকে জংগী বিরোধী অভিযানে বিশেষ অবদানের জন্য “দেশের মানিক-২০২০” পদক দেয়া হয় বেসরকারী স্বেচ্ছাসেবী এই সংগঠনের পক্ষ থেকে।