মানিকগঞ্জে শহীদ এসি রবিউলের মৃত্য বার্ষিকী পালিত

মানিকগঞ্জে শহীদ এসি রবিউলের মৃত্য বার্ষিকী পালিত

মানিকগঞ্জ প্রতিনিধি

রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় নিহত রবিউল করিমের মৃত্যু বার্ষিকী পালিত হয়েছে। করেনা ভাইরাসের কারনে এবার সিমীত আকারে দিবসটি পালন করা হয়েছে।

বুধবার সকাল ১১ টার দিকে শহীদ রবিউল করিমের কাটিগ্রাম কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ করেছেন মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা।

এসময় কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম, ব্লুমস সভাপতি, জি আর শওকত আলী, সাধারণ সম্পাদক  সামসুজ্জামান শামস, মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রলীগের দপ্তর সম্পাদক সফিকুল ইসলাম রনি সহ আরও অনেকে।

মানিকগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার (সদর) সার্কেল ভাস্কর সাহা বলেন, করোনা ভাইরাসের কারনে আমরা সামাজিক দুরত্ব বজায় রেখে মানিকগঞ্জের কৃতি সন্তান এসি রবিউল করিমের কবর স্থানে পুষ্পস্তবক অর্পণ ও দোয়া করা হয়।

কৃষ্ণপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব হোসেন সেলিম বলেন, প্রতি বছর আমরা শ্রদ্ধা আর ভালোবাসায় দিবসটি পালন করি। শোক র‌্যালী, কবর জিয়ারত ও শোকসভায় শত শত মানুষ অংশ গ্রহণ করে। করোনা ভাইরাসের কারনে শুধু ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে।

উল্লেখ্য ২০১৬ সনের ১ লা জুলাই রাজধানীর গুলশানে হলি আর্টিজান বেকারি নামের রেস্তোরাঁয় জঙ্গি হামলায় রবিউল করিম শহীদ হন।