পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব)নবীনগর ক্যাম্পের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার ভোরে অল ক্রাইস টিভিকে বিশ্বস্ত সুত্র এটি নিশ্চিত করেছে।
র্যা ব হেডকোয়ার্টাসের মাধ্যমে সম্প্রতি তাঁর নমুনা পরীক্ষার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
Home
র্যাবের নবীনগর ক্যাম্পের প্রধান অতিরিক্ত পুলিশ সুপার জমির করোনা ভাইরাসে আক্রান্ত Adl SP Jamir Uddin Ahmed RAB-4