পিড এ্যাকশন ব্যাটালিয়নের (র্যা ব)নবীনগর ক্যাম্পের প্রধান ও অতিরিক্ত পুলিশ সুপার জমির উদ্দিন আহমেদ করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন।
সোমবার ভোরে অল ক্রাইস টিভিকে বিশ্বস্ত সুত্র এটি নিশ্চিত করেছে।
র্যা ব হেডকোয়ার্টাসের মাধ্যমে সম্প্রতি তাঁর নমুনা পরীক্ষার জন্য রাজারবাগ কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে পাঠানো হয়।
Adl SP Jamir Uddin Ahmed RAB-4
