বিশ্বে করোনায় মৃত্যু বেড়ে ৮ লাখ ২৩ হাজার ৫১০ জন


আন্তর্জাতিক ডেস্ক;

প্রাণঘাতী করোনাভাইরাসে বিশ্বে আক্রান্তের সংখ্যা ২ কোটি ৪০ লাখ ছাড়িয়েছে। এ অদৃশ্য ভাইরাসে মৃত্যু হয়েছে ৮ লাখ ২৩ হাজারের বেশি।

আন্তর্জাতিক জরিপ সংস্থা ওয়ার্ল্ডওমিটারস এ তথ্য জানিয়েছে।

সংস্থাটির তথ্যানুযায়ী, ২৬ আগস্ট সকাল পর্যন্ত বিশ্বে মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৮ লাখ ২৩ হাজার ৫১০ জনে।

ওয়ার্ল্ডওমিটারস থেকে আরো জানা যায়, এই পর্যন্ত বিশ্বজুড়ে মোট আক্রান্তের সংখ্যা দুই কোটি ৪০ লাখ ৫৮ হাজার ৩৫৮। এর মধ্যে ৮ লাখ ২৩ হাজার ৫১০ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস।

ওয়ার্ল্ডওমিটারসের তথ্যানুযায়ী, এখন পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ও মৃতের সংখ্যা যুক্তরাষ্ট্রে। সেখানে মোট আক্রান্তের সংখ্যা ৫৯ লাখ ৫৫ হাজার ৭২৮ জন। মৃত্যু হয়েছে এক লাখ ৮২ হাজার ৪০৪ জনের।

আক্রান্তের হিসাবে দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্তের সংখ্যা ৩৬ লাখ ৭৪ হাজার ১৭৬। এর মধ্যে এক লাখ ১৬ হাজার ৬৬৬ জনের মৃত্যু হয়েছে।

ভারতে আক্রান্তের সংখ্যা ৩২ লাখ ৩১ হাজার ৭৫৪ জন। এর মধ্যে ৫৯ হাজার ৬১২ জনের মৃত্যু হয়েছে।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের হুবেই প্রদেশের রাজধানী উহান থেকে ছড়িয়ে পড়ে করোনাভাইরাস। চীনে আক্রান্তের সংখ্যা ৮৪ হাজার ৯৯৬ জন। এর মধ্যে চার হাজার ৬৩৪ জনের মৃত্যু হয়েছে।