বিদেশি শ্রমিকদের ফ্রি বেতন দিচ্ছে সিংগাপুর সরকার

সিংগাপুর সরকার বিদেশী শ্রমিকদের থাকা-খাওয়া, চিকিৎসা এবং ফ্রি বেতন দিচ্ছে

বিদেশি শ্রমিকদেরকে সিংগাপুর সরকার বর্তমানে সিংগাপুরের বিখ্যাত প্রমোদতরী ‘মেরিনা বে ক্রেস সেন্টার সুপারস্টার এ্যাকোয়ার্সে’ রেখে করোনা চিকিৎসা দিচ্ছে

সিংগাপুর প্রতিনিধি

সিংগাপুর সরকার করোনা ভাইরাসের বিস্তার রোধে সেখানে বসাবসরত হাজার হাজার বিদেশী শ্রমিকদের বিলাসবহুল প্রমোদতরীতে রেখেছে।

তাঁদের সবাইকে ফ্রি খাবার, চিকিৎসাসহ মাসের বেতনও তুলে দিচ্ছে সিংগাপুর সরকার।

সিংগাপুরে বাংলাদেশী প্রবাসীদের তরুণ নেতা ও মানিকগঞ্জ জেলার সাটুরিয়া উপজেলার সাটুরিয়া ইউনিয়নের বাছট গ্রামের প্রখ্যাত পীর মরহুম আমিজ উদ্দিন বেপারীর ছেলে মুসলিম আতিক এই কথা নিশ্চিত করেছে অল ক্রাইস টিভিকে আজ।

তিনি জানিয়েছেন যে, তাঁরা বর্তমানে সিংগাপুরের বিখ্যাত প্রমোদতরী ‘মেরিনা বে ক্রেস সেন্টার সুপারস্টার এ্যাকোয়ার্সে’ আছেন।

সেখানে প্রায় দেড় হাজার বিদেশী নাগরিক আছেন। তাঁরা সবাই করোনা পজিটিভ ছিলেন আগে। তবে তাঁরা এখন সবাই সুস্থ আছেন।

মুসলিম আতিক আরো বলেন, সিংগাপুর সরকার তাদের থাকা-খাওয়া, চিকিৎসা এবং ফ্রি বেতন দিচ্ছে।

প্রমোদতরীতে বসবাসের বর্ণনা দিয়ে সে আরো জানাচ্ছে,  তাদের সবার রুমে তিন বেলায় গরম খাবার দিচ্ছে সরকার।  তের তলা এই জাহাজটির প্রতিটি রুমে বসেই সবাই সাগর দেখতে পাচ্ছেন। জাহাজের উপর ঘুরতে যাওয়ার অনুমতিও আছে।

প্রতি রুমে দুইজন করে থাকেন। নিরাপত্তার জন্য পুরো জাহাজটিই সিসিটিভি দ্বারা নিয়ন্ত্রিত।


মুসলিম আতিক সিংগাপুর সরকারকে ধন্যবাদ জানিয়েছেন তাঁদের বিপদের সময় পাশে দাঁড়ানোর জন্য।