
সাটুরিয়া প্রতিনিধি
মানিকগঞ্জের সাটুরিয়ার ইউনিয়নে প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে সাটুরিয়া ইউনিয়নের প্রায় দেড় হাজার হতদরিদ্রের মাঝে চাল বিতরণ করেছেন জনপ্রিয় ইউপি চেয়ারমান আনোয়ার হোসেন পিন্টু।

গতকাল মঙ্গলবার সাটুরিয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে মোট ১,৩৩৬ জন দরিদ্র মানুষের মাঝে ১০ কেজি করে চাল বিতরন করা হয় বলে জানা গেছে। এ সময় আরো উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের যুগ্ম- সাধারণ সম্পাদক গোলাম হোসেন,সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের কোষাধ্যক্ষ রঘুনাথ সাহা, সাটুরিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য মোয়াজ্জেম খান,সাটুরিয়া উপজেলা যুবলীগের সহ-সভাপতি আলমগীর হোসেন আলম,মানিকগঞ্জ জেলা যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য মোঃ মঞ্জুরুল ইসলাম মঞ্জু, ছাত্রলীগ নেতা সুমনসহ স্হানীয় জনপ্রতিনিধিরা।
তাঁরা এই সময় বিভিন্ন ওয়ার্ডের ১,৩৬৬ জন হতদরিদ্রের মাঝে দশ কেজি চাল তুলে দেন। ক্লিন ইমেজের এবং ত্যাগী আওয়ামী লীগ নেতা হিসাবে ব্যাপক পরিচিত আনোয়ার পিন্টু বলেন, ঈদ উপলক্ষে স্বাস্থ্য মন্ত্রী আলহাজ্ব জাহিদ মালেক স্বপনের দিকনির্দেশনায় আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার ত্রাণ তহবিল থেকে ১,৩৬৬ জন দরিদ্রের মাঝে ১০ কেজি করে চাউল বিতরণ করেছি।