Home / তথ্য-প্রযুক্তি / সেলফি এক্সপার্ট ফোন

সেলফি এক্সপার্ট ফোন

30জানুয়ারির শুরুতে চীনের হ্যান্ডসেট নির্মাতা প্রতিষ্ঠান অপ্পো এফ সিরিজের বেশ কয়েকটি ফোন বাজারে আনার ঘোষণা দেয়। এদের মধ্যে একটি ফোনের মডেল অপ্পো এফ ১। অপ্পো এই ফোনটিকে বলছে সেলফি এক্সপার্ট। কেননা, ফোনটির সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। এই ক্যামেরার অ্যাপারচার এফ ২.০। ফলে ফোনটি দিয়ে ভালো মানের সেলফি তোলা যাবে।

অপ্পো এফ ১ বর্তমানে ইউরোপের বাজারে প্রি-অর্ডার নেয়া শুরু হয়েছে। শিগগিরই যুক্তরাষ্ট্রের বাজারেও প্রি-অর্ডার নেয়া শুরু হবে।

ইউরোপের বাজারে এই ফোনটির মূল্য ধরা হয়েছে ২২৯ ইউরো। ফেব্রুয়ারি থেকে ক্রেতারা ফোনটি হাতে পাবেন। প্রি-অর্ডার দিলে ফোনটির সঙ্গে বিনামূল্যে সেলফি স্টিক পাওয়া যাবে।  তবে এজন্য ৫ ডলার মূল্য পরিশোধ করতে হবে।

প্রিমিয়াম ডিজাইনের এই ফোনটি জিরকন স্যান্ড সারফেস কোটিং এ তৈরি। ফলে ফোনটির সারফেস খুব কোমল হয়েছে।

অপ্পো এফ ১ ফোনটির ডিসপ্লে ৫ ইঞ্চির। ডিসপ্লের রেজুলেশন ৭২০x১২৮০ পিক্সেল। ডিসপ্লেতে কর্নিং গরিলা গ্লাস ৪ প্রটেকশন  রয়েছে।

ফোনটি অ্যানড্রয়েড ৫.১ ললিপপ অপারেটিং সিস্টেম চালিত। এতে আছে কোয়ালকমের অক্টাকোর স্ন্যাপড্রাগন ৬১৫ প্রসেসর।

ফোনটির রিয়ার ক্যামেরা ১৩ মেগাপিক্সেল। সেলফি ক্যামেরা ৮ মেগাপিক্সেলের। ফোরজি নেটওয়ার্ক সমর্থনকারী এই ফোনটির র‌্যাম ৩ জিবি। ব্যাটারি ২৪০০ মিলিঅ্যাম্পায়ার আওয়ারের।

Print Friendly

উপদেষ্টা সম্পাদক : আরিফ নেওয়াজ ফরাজী বাদল

সম্পাদক : হাবিবুল্লাহ মিজান

মোবাইল : ০১৫৩৪৬০৪৪৭৬, ই-মেইল : mizandeshi@gmail.com