Home / বিনোদন / সানিকে দেখে কথা বলল মৃত ব্যক্তি

সানিকে দেখে কথা বলল মৃত ব্যক্তি

58বহুল আলোচিত অভিনেত্রী হিসেবে খ্যাত অভিনেত্রী সানি লিওন। তাকে নতুন করে পরিচয় দেয়ার কিছু নেই। বলিউডে তার সিনেমা হোক বা বিজ্ঞাপন, তাতে মূল বিষয় অবশ্যই যৌনতা। তার অভিনীত আসন্ন সিনেমা ‘মাস্তিজাদে’ও এর ব্যতিক্রম নয়।

তিনি সাবেক পর্ণস্টার। তাই সাহসী যৌনতায় ভরা ছবির প্রস্তাব তিনি পাবেন, এটাই স্বাভাবিক। তার অভিনীত সব সিনেমা তাই-ই। সানির আকর্ষণই তেমন। কিন্তু তাই বলে মৃত ব্যক্তি সানি লিয়নকে দেখে উঠে বসতে পারেন? এমন ঘটনাই ঘটেছে ‘মাস্তিজাদে’ ছবিতে।

সম্প্রতি সানি অভিনীত ‘মাস্তিজাদে’ ছবিটির একটি ডায়ালগ প্রোমো মুক্তি পেয়েছে। সেখানে দেখা গেছে একটি মৃতদেহ বয়ে নিয়ে যাচ্ছেন কয়েকজন ব্যক্তি। হঠাৎই রাস্তায় দেখা যায় সানিকে। গাড়ি থেকে বেরিয়ে রাস্তা থেকে কিছু একটা তুলছেন তিনি। আর তা দেখেই বৃদ্ধ লাশবাহক বলে উঠলেন, যদি তিনি ৪০ বছর ছোট হতেন! তারপর মৃতব্যক্তি নিজেই উঠে বসে বললেন, ‘যদি আমি বেঁচে থাকতাম!’

নতুন ট্রেলারে সানি লিয়ন ছাড়া দেখা গেছে সহ অভিনেতা তুষার কাপুর ও বীর দাসকে। ২৯ জানুয়ারি মুক্তি পাবে ‘মাস্তিজাদে’।

Print Friendly

উপদেষ্টা সম্পাদক : আরিফ নেওয়াজ ফরাজী বাদল

সম্পাদক : হাবিবুল্লাহ মিজান

মোবাইল : ০১৫৩৪৬০৪৪৭৬, ই-মেইল : mizandeshi@gmail.com